বৃষ্টিতে ভিজে গেল ওয়ালিংটনের দ্বিতীয় দিনও
৯ মার্চ ২০১৯ ০৯:৫৩ | আপডেট: ১০ মার্চ ২০১৯ ০৫:২৬
।। স্পোর্টস ডেস্ক ।।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে হারে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট ৮ মার্চ (শুক্রবার) মাঠে গড়ানোর কথা থাকলেও প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। শনিবার (৯ মার্চ) দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি একটি বল।
বেসিন রিজার্ভে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে। কিন্তু বৃষ্টির কারণে মাঠের বেশির ভাগ জায়গাতে পানি জমে যাওয়ায় দ্বিতীয় দিনের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ওয়েলিংটনে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস অনুষ্ঠিত হয়নি।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে টাইগাররা।
সারাবাংলা/এসএন