Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিককে পাওয়া যাবে না, তামিমের হালকা চোট


৬ মার্চ ২০১৯ ১৪:৩৪

।। স্পোর্টস ডেস্ক ।।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও মুশফিকুর রহিমকে নিয়ে অনিশ্চয়তা থেকে গেল। হ্যামিল্টনে টেস্ট মিস করা মুশফিককে ওয়েলিংটনে পাওয়া যাবে, এমনটা ভাবা হচ্ছিল। কিন্তু বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস জানিয়েছেন, ওয়েলিংটনে মুশফিককে পাওয়া যাবে না। সব কিছু ঠিকঠাক থাকলে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে দেখা যেতে পারে মুশফিককে। শেষ ম্যাচে দেখা যেতে পারে নিয়মিত দলপতি সাকিব আল হাসানকেও।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডে গত সফরের ওয়েলিংটন টেস্টে সেঞ্চুরি করেছিলেন মুশফিক। সেই ম্যাচে সাকিব আল হাসানের (২১৭) সঙ্গে রেকর্ড ৩৫৯ রানের জুটিও গড়েছিলেন তিনি। ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক। তাই ওয়েলিংটন টেস্টের আগে আবারও তার দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ।

কব্জির চোট আর পাঁজরের চোটে এখনও ভুগছেন মুশফিকুর রহিম। চোট আক্রান্ত জায়গায় ব্যথা রয়ে যাওয়াতে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত উইকেটকিপার এই ব্যাটসম্যান। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুশীলন শেষে মুশফিকের ব্যাপারে জানাতে গিয়ে রোডস সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘দ্বিতীয় ম্যাচে পুরোপুরি অনিশ্চিত মুশফিক।‘

কোচ আরও জানান, ‘ইনজুরিতে পড়ার পর আজই প্রথমবারের মতো ব্যাট হাতে নিয়েছে মুশফিক। আমরা টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে চেষ্টা করেছি। কিন্তু যখনই ক্রিকেট বলে খেলতে গিয়েছে, তখন মুশফিক লিগামেন্টের আশপাশে তিক্ত ব্যথা অনুভব করে। তবে ভালো খবর হলো তৃতীয় ম্যাচে সে খেলবে। আশা করি এই পথে যেন আর কোনো দুঃসংবাদ না আসে।’

এদিকে, তামিম ইকবালের হালকা চোট সমস্যা থাকায় খুব বেশি অনুশীলন করেননি বেসিন রিজার্ভে। তবে সেই চোট যে গুরুতর নয় জানিয়েছেন রোডস, ‘আজ তামিম হালকা অনুশীলন করেছে। কিছু ব্যথা আছে। তবে সে ভালো অবস্থায় আছে। বেশ কিছু ওভার ব্যাটিং করেছে তামিম।’

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তামিম দ্বিতীয় ইনিংসে ফিফটি করেছিলেন। দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন। ভারপ্রাপ্ত দলপতি মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। প্রথম ইনিংসে ২৩৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে তামিমের ৭৪ আর সৌম্য-রিয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশ করেছিল ৪২৯ রান। নিউজিল্যান্ডের রেকর্ড ৭১৫ রানের বিপরীতে বাংলাদেশ ইনিংস ও ৫২ রানের বিশাল ব্যবধানে হেরেছিল। সিরিজ বাঁচানোর ম্যাচে আগামী ৮ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি।

সারাবাংলা/এমআরপি

তামিম ইকবাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর