নেটে ফিরে ভালো বোধ করছেন স্মিথ
২ মার্চ ২০১৯ ১৩:৪৪ | আপডেট: ২ মার্চ ২০১৯ ১৫:৩৫
।। স্পোর্টস ডেস্ক ।।
কনুইয়ের চোটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময়ে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হয় স্টিভ স্মিথকে। এরপর কনুইয়ে অস্ত্রোপচার করা হয় তার। এবার অস্ত্রোপচার শেষে নেটে ফিরলেন অজি এই সাবেক অধিনায়ক।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেটে ব্যাট হাতে নামেন স্মিথ। আর সেই ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে। যেখানে তিনি লেখেন, ‘নেটে ফিরে আসতে পেরে ভালো লাগছে। কনুইয়ে ভালো অনুভব করছি।’
https://www.instagram.com/p/BubKVz4hB2H/?utm_source=ig_embed
গত বছর দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল বিকৃতি কান্ডে জড়িত থেকে এক বছরের নিষেধাজ্ঞা পান স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তবে নিষেধাজ্ঞা কাটছে দু’জনের। ২৯ মার্চ কাটবে দুজনের এই নিষেধাজ্ঞা।
এর মধ্যে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, দু’জনই যোগ দিতে পারেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তবে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলছেন ভিন্ন কথা। চলতি মাসের শেষে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও দুজনকে পাওয়া নিয়ে সন্দেহ আছে তার।
সারাবাংলা/এসএন