Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারের চেয়ে ছয়ই বেশি মেরেছেন তামিম


৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

৬১ বলে অপরাজিত ১৪১ রানের দুর্দান্ত ইনিংস। যেখানে চারের মার ১০টি। আর ছয় ১১টি। স্ট্রাইক রেট ২৩১.১৪। হ্যাঁ, এমন দাপুটে ব্যাটেই বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের সংগ্রহ তুলে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ওপেনার তামিম ইকবাল।

বিপিএলে এটি তার প্রথম সেঞ্চুরিও বটে। তার চাইতে ৫ রান বেশি করে (১৪৬*) শীর্ষে ক্যারিবিয় টর্নেডো ক্রিস গেইল। যা তিনি সংগ্রহ করেছিলেন গেল আসরের ফাইনালে।

বলার অপেক্ষা রাখছে না তামিমের এমন দাপুটে ব্যাটে ভর করেই শুক্রবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ষষ্ঠ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে ৩ উইকেটে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশি ব্যাটসম্যানদের ভেতরে বিপিএলে তামিমের আগে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আরো তিন জন। দ্বিতীয় আসরে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছিলেন খুলনা রয়্যাল বেঙ্গলস ওপেনার শাহরিয়ার নাফিস।

একই আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ১০৩ রানের সংগ্রহ পেয়েছিলেন ঢাকা গ্লাডিয়েটর্স ওপেনার মোহাম্মদ আশরাফুল। আর চতুর্থ আসরে বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের ইনিংস উপহার দিয়েছিলেন সাব্বির রহমান রোমান।

এদিন ম্যাচের ১৭তম ওভারে আন্দ্রে রাসেলকে চার মেরে ৫০ বলে শতক তুলে নেন বাংলাদেশের সর্বোচ্চ এই রান সংগ্রাহক। যা এখন পর্যন্ত বিপিএলের ১৮তম এবং চলতি আসরে ষষ্ঠ। আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে শতকের দেখা পেয়েছিলেন রাজশাহী কিংসের লরি ইভান্স (২১ জানুয়ারি)। এরপর রংপুরের হয়ে একই দিনে (২৫ জানুয়ারি) শতকের দেখা পান রিলে রুশো ও অ্যালেক্স হেলস। ২৮ জানুয়ারি কুমিল্লার এভিন লুইস এবং ভিন্ন ম্যাচে রংপুরের এবি ডি ভিলিয়ার্স সেঞ্চুরি হাঁকান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

তামিম ইকবাল বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর