Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের প্রথম ফাইনালেই সেঞ্চুরি


৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:২২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৮

।। স্পোর্টস ডেস্ক ।।

বিপিএলের চলতি আসরের ষষ্ঠ ও নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তামিম ইকবাল। আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে শতক তুলে নিলেন বাঁহাতি এই ওপেনার।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ফাইনাল ম্যাচের ১৭তম ওভারে আন্দ্রে রাসেলকে চার মেরে ৫০ বলেই শতকের দেখা পান তামিম। যা এখন পর্যন্ত বিপিএলের সবকটি আসরের ১৮তম শতক।

এর আগে চলতি আসরে শতকের দেখা পেয়েছিলেন আরো পাঁচ জন। আসরের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতকের দেখা পেয়েছিলেন রাজশাহী কিংসের লরি ইভান্স (২১ জানুয়ারি)। এরপর রংপুরের হয়ে একই দিনে (২৫ জানুয়ারি) শতকের দেখা পান রিলে রুশো ও অ্যালেক্স হেলস। আর ২৮ জানুয়ারি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শতক তুলে নেন কুমিল্লার এভিন লুইস। একই দিনে রংপুরের জার্সিতে শতক তোলেন মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্স।

এবার তামিম পেলেন শতকের দেখা। তবে অন্যদের চেয়ে তামিমের শতকটিকে একটু আলাদা করেই রাখতে হবে। এর কারণ হচ্ছে, চলতি আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র শতক পেলেন দেশসেরা এই ওপেনার। শতক তুলে ম্যাচের শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। মাঠ ছাড়ার আগে ৬১ বলে ১০ চার ও ১১ ছক্কায় ১৪১ রানের অপরাজিত ইনিংসটি খেলেন তামিম।

তামিমের এই ইনিংসটি বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত আসরে রংপুরের হয়ে ঢাকার বিপক্ষে ক্রিস গেইল খেলেন ১৪৬ রানের ইনিংস। যা এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ রানের ইনিংস।

তবে প্রথমবার ফাইনালে উঠে সেঞ্চুরি পাওয়াটা হতে পারে তামিমের জন্য অন্যরকম আনন্দের।

সারাবাংলা/এসএন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স তামিম ইকবাল সেঞ্চুরি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর