Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ রানে অলআউট, দশ ব্যাটারের ‘ডাক’


৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ব্যাটসম্যানদের থেকে যখন মিস্টার এক্সট্রা বেশি রান পাইয়ে দেয়, তখন স্কোরবোর্ডটা লজ্জার হয় সেটা না বললেও চলে। এমনই এক স্কোরবোর্ডের জন্ম হলো অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইন্ডিজেনাস ক্রিকেট চ্যাম্পিয়নশিপসের ম্যাচে। টি-টোয়েন্টি ম্যাচের এই স্কোরবোর্ডের মালিক সাউথ অস্ট্রেলিয়ার মেয়েরা।

নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ রানেই গুটিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়ার দলটি। তাতে অতিরিক্ত খাত থেকেই পেয়েছিল ৬ রান। ওপেনার ফেবি ম্যানশেল ৪ রান করেন। বাকি ১০ ব্যাটারের কেউই রান করতে পারেননি। মানে দশজনই ডাক মেরেছেন!

নিউ সাউথ ওয়েলসের বোলার রোক্সানে ভ্যান-ভীন ২ ওভারে ১ মেডেন নিয়ে মাত্র ১ রান খরচায় তুলে নেন সর্বোচ্চ ৫টি উইকেট। নাওমি উডস ২টি বল করেই তুলে নেন দুই উইকেট।

সাউথ অস্ট্রেলিয়ার ইনিংসটি টিকেছিল ৬২ বল। এর ৩৩টি বলই খেলেছেন ওপেনার ফেবি ম্যানশেল। ১৭ বল খেলেই প্রয়োজনীয় ১১ রান তুলে নেয় নিউ সাউথ ওয়েলসের মেয়েরা।

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া ক্রিকেট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর