Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৩ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৪৪

সরফরাজ

।। স্পোর্টস ডেস্ক ।।

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দেইল ফেলুকায়ায়োকে বর্ণবাদী মন্তব্য করার পর প্রোটিয়া দলের পক্ষ থেকে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে ক্ষমা করে দেয়া হয়। তবে প্রোটিয়া দলের কাছ থেকে ক্ষমা পেলেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে রেহাই পাননি এই পাকিস্তানি ক্রিকেটার। তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। পরে দেশে ফিরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন সরফরাজ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সরফরাজকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরফরাজের নেতৃত্বে পাকিস্তান শিরোপা জিতেছিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়া অলরাউন্ডার আন্দেইল ফেলুকায়ায়োকে ‘কালো’ বলে মন্তব্য করায় চার ম্যাচ নিষেধাজ্ঞা পান পাকিস্তানের অধিনায়ক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, এমন মন্তব্যের পর কোনো ছাড় দেয়া হবে না। শাস্তি মেনে নেওয়া সরফরাজকেই বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে দলপতির দায়িত্ব তুলে দেওয়া হলো। এহসান মানি জানান, কোনো সন্দেহ নেই সরফরাজ আমাদের প্রথম পছন্দ। সে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে এবং বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবে।

তবে, আইসিসির বর্ণবাদ বিরোধী আইনের ৭.৩ ধারা অনুযায়ী, সরফরাজ যে অপরাধ করেছে এজন্য তাকে সংশ্লিষ্ট বিষয়গুলো বোঝার ও সচেতনতা প্রচারের জন্য খুব শিগগিরই একটি শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নিতে হবে।

সরফরাজ জানালেন, আমি খুবই গর্বিত বোধ করছি আমাকে আবারো বড় একটি টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করবো। পাশাপাশি গর্ববোধ করছি পাকিস্তানের মতো একটি দলকে বিশ্বকাপ নেতৃত্ব দেব, সাবেক গ্রেটদের পাশে বসবো। যখন প্রথমবার দলের অধিনায়কত্ব পেয়েছিলাম, তখন ভাবিনি এতোদিন ধরে দলকে টেনে নিতে পারবো। তখন আমার লক্ষ্য ছিল সিরিজ বাই সিরিজ। এখন আমার লক্ষ্য আরও অনেক দূরে। আসন্ন বিশ্বকাপে নিজেদের সেরা পারফর্ম দেওয়ার চেষ্টা থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেট সরফরাজ আহমেদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর