Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার একাদশ অপরিবর্তিত


৩১ জানুয়ারি ২০১৯ ১৬:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টিম পেইনের নেতৃত্বে ইনিংস ও ৪০ রানের ব্যবধানে জয় পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ১ ফেব্রুয়ারি (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। আর এই টেস্টে একাদশে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন অজি অধিনায়ক পেইন।

লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্টের আগে অজি অধিনায়ক বলেন, ‘আমরা দলে পরিবর্তন আনবো না। এই দলটাই দারুণ। দারুণ জয়ের জন্য আমাদের দলের কম্বিনেশনটাও বেশ ভালো।’

আগের ম্যাচে প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিং ছাড়াও মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডের দারুণ ব্যাটিংয়ে বড় জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে অজিরা। তাই সিরিজের শেষ ম্যাচে একই একাদশ নিয়েই নামবে অজিরা।

বিজ্ঞাপন

এই ম্যাচে দলের একাদশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে বেশ খুশি অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারও। তিনি বলেন, ‘একটা ম্যাচ জয়ের পর একই একাদশ নিয়ে পরের ম্যাচে খেলতে নামাটা দারুণ ব্যাপার।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো