অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী জাপানের ওসাকা
২৬ জানুয়ারি ২০১৯ ১৭:২৪ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১৬:০৯
।। স্পোর্টস ডেস্ক ।।
চেক রিপাবলিকের টেনিস তারকা পেত্রা কেভিতোভার বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জিতেছে জাপানিজ তারকা নাওমি ওসাকা। রড লাভার অ্যারেনায় ফাইনালের মঞ্চে ২১ বছর বয়সী ওসাকা ৭-৬ (৭-২), ৫-৭ এবং ৬-৪ গেমে হারিয়েছেন ২৮ বছর বয়সী কেভিতোভাকে।
৪ নম্বর র্যাংকিংয়ে থাকা ওসাকা বর্তমান ইউএস ওপেন জয়ী। গত অক্টোবরে চারে উঠে আসা এই জাপানিজ তারকা ক্যারিয়ারে পাঁচবার ডব্লিউটিএ ট্যুরের ফাইনালে উঠেছিলেন, যেখানে দুবারই শিরোপা ঘরে তুলেছেন ওসাকা।
এই আসরে শেষ ষোলোতে সেভাস্তোভাকে ৪-৬, ৬-৩ এবং ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন ওসাকা। কোয়ার্টারে সিতোলিনাকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে নাম লেখান সেমি ফাইনালের মঞ্চে। সেখানে চেক রিপাবলিকের আরেক তারকা সাবেক এক নম্বর ক্যারোলিনা পিসকোভাবে ৬-২, ৪-৬ এবং ৬-৪ গেমে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন ওসাকা।
৬ নম্বর র্যাংকিংয়ে থাকা চেক তারকা কেভিতোভা ক্যারিয়ারে ২৬টি সিঙ্গেল শিরোপা জিতেছেন। গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন দুটি। ২০১১ সালে উইম্বলডন শিরোপার জেতা এই টেনিসের তারকা ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছিলেন।
এই আসরে কেভিতোভা শেষ ষোলোতে আনিসিমোভাকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টিকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে নাম লেখান সেমি ফাইনালে। সেমির মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আমেরিকান তারকা ডি কলিন্সকে ৭-৬, ৬-০ গেমে হারিয়ে ফাইনালে জাপানের নাওমি ওসাকার প্রতিপক্ষ হন।
সারাবাংলা/এমআরপি