Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডে-নাইট টেস্টে তিনদিনেই জিতলো অস্ট্রেলিয়া


২৬ জানুয়ারি ২০১৯ ১৪:৩৪

।। স্পোর্টস ডেস্ক ।।

ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। লঙ্কানদের ইনিংস ও ৪০ রানে হারিয়েছে অজিরা। এই জয়ের মধ্যদিয়ে ১-০ তে সিরিজে লিড নিল টিম পেইনের দলটি।

অজিদের বিপক্ষে এই ম্যাচের দুই ইনিংসে ব্যাটিং করলেও কোনো ইনিংসে দেড়লো ছাড়ানো স্কোর করতে পারেনি লঙ্কানরা। ১৯৮৬ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০৯ ও ১০১ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ২০১৬ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯১ ও ১১৯ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা। সবশেষ এই ম্যাচে ১৪৪ ও ১৩৯ রানে অলআউট হলো চন্দিকা হাথুরুসিংয়ের শিষ্যরা।

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের মাত্র ১৪৪ রানেই গুটিয়ে দেয় অজিরা। ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা সবকটি উইকেট হারিয়ে তোলে ৩২৩ রান। তাতে ১৭৯ রানের লিডও পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা ১৩৯ রান তোলে।

আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ২৪ আর লাহিরু থিরিমান্নে ১২ রান করেন। তিন নম্বরে নামা দলপতি দিনেশ চান্দিমাল ৫ রানেই বিদায় নেন। কুশল মেন্ডিস ব্যাট হাতে ১৪ রানের বেশি যেতে পারেননি। নিয়মিত বিরতিতে উেইকেট হারাতে থাকা লঙ্কানদের হয়ে রোশেন সিলভা ৯, ধনাঞ্জয়া ডি সিলভার ৫ রানে বিদায় নিলে আরও বিপাকে পড়ে সফরকারীরা। তবে, দলক টেনে নিয়ে চলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলা। ৭৮ বলে ৬টি চার আর একটি ছক্কায় তিনি করেন ইনিংস সর্বোচ্চ ৬৪ রান। শেষ দিকে দিলরুয়ান পেরেরা ১, সুরাঙ্গা লাকমল ৭, দুশমন্ত চামিরা ০ রানে বিদায় নিলে স্কোর দেড়শো ছাড়াতে পারেনি শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

অজিদের হয়ে পেসার মিচেল স্টার্ক দুটি, অভিষিক্ত রিচার্ডসন তিনটি, প্যাট কামিন্স চারটি আর নাথান লিয়ন একটি করে উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার জো বার্নস ১৫, তিন নম্বরে নামা উসমান খাজা ১১ রান করে বিদায় নেন। আরেক ওপেনার মার্কাস হ্যারিস ৮৮ বলে পাঁচটি বাউন্ডারিতে ৪৪ রান করেন। নাইটওয়াচম্যান নাথান লিয়ন ১ রানে বিদায় নেন। মার্নাস লাবুশানে ৮১, ট্রেভিস হেড ৮৪, প্যাটারসন ৩০, মিচেল স্টার্ক অপরাজিত ২৬ রান করেন। মাঝে দলপতি টিম পেইন এবং প্যাট কামিন্স কোনো রান করতে পারেননি।

সুরাঙ্গা লাকমল ২৭ ওভারে ৭৫ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। দুটি উইকেট পান দিলরুয়ান পেরেরা। একটি করে উইকেট পান লাহিরু কুমারা, দুশমন্ত চামিরা, ধনাঞ্জয়া ডি সিলভা।

১৭৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ব্যক্তিগত ৩ রানেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার লাহিরু কুমারা ৩২ রান করেন। মিডলঅর্ডারে নামা দলপতি দিনেশ চান্দিমাল ০, কুশল মেন্ডিস ১, রোশেন সিলভা ৩, ডি সিলভা ১৪, নিরোশান দিকওয়েলা ২৪ রান করেন। শেষ দিকে দিলরুয়ান পেরেরা ৮, সুরাঙ্গা লাকমল ২৪, দুশমন্ত চামিরা ৫* রান করেন।

অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ১৫ ওভারে ২৩ রানের বিনিময়ে তুলে নেন ৬টি উইকেট। রিচার্ডসন দুটি আর নাথান লিয়ন একটি করে উইকেট পান। ম্যাচ সেরা হন প্যাট কামিন্স।

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া ডে-নাইট টেস্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর