Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরফরাজকে ক্ষমা করে দিলো দক্ষিণ আফ্রিকা!


২৫ জানুয়ারি ২০১৯ ১৮:০৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১৮:০৯

।। স্পোর্টস ডেস্ক ।।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়া অলরাউন্ডার আন্দেইল ফেলুকায়ায়োকে ‘কালো’ বলে মন্তব্য করে বেশ সমালোচনায় পড়েন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। যে কারণে ক্ষমাও চেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবার প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস বললেন, তাকে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ক্ষমা করা হয়েছে।

বর্ণবাদী মন্তব্য করে বেশ বিপাকেই পড়তে হয়েছে সরফরাজকে। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতেও জানানো হয়েছিল, এমন মন্তব্য তারা কখনোই সমর্থন করবে না। তবে ক্ষমা চাওয়ার কারনেই তাকে ক্ষমা করার কথা বলেন ডু প্লেসিস।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এ বিষয় নিয়ে কথা বলেন ডু প্লেসিস বলেন, ‘তাকে (সরফরাজ) আমরা ক্ষমা করে দিয়েছি। তিনি ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে এখন কি হবে সেটা আমাদের জানা নেই, বিষয়টা আইসিসির হাতে, তারাই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।’

তবে এই বিষয়টিকে একেবারেই সহজভাবে নেননি বলেই জানান প্রোটিয়া অধিনায়ক, ‘দক্ষিণ আফ্রিকায় এলে বর্ণবাদের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আমি জানি, তিনি (সরফরাজ) একথা বলতে চাননি। তবে বিষয়টিকে আমরা হালকাভাবে দেখিনি। কিন্তু ঘটনার পর সরাসরি ক্ষমা চেয়েছেন।’

কি হয়েছিল সেদিন?

ডারবানে মঙ্গলবার (২২ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফেলুকায়ায়োর ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের ৩৭তম ওভারে ফেলুকায়ায়োকে লক্ষ্য করে সরফরাজ মন্তব্য করে সরফরাজ যা বলেন, তার বাংলায় অর্থ দাঁড়ায়, ‘এই কালো ছেলে, তোমার মা আজ কোথায় বসেছে? তাকে কি প্রার্থনা করতে বলে এসেছো?’

বিজ্ঞাপন

তবে ঘটনাটি খতিয়ে দেখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এমন মন্তব্যের পর দক্ষিণ আফ্রিকা ক্ষমা করলেও নিয়ম ভঙ্গের কারণে আইসিসির দেয়া শাস্তির মুখে পড়তে পারেন সরফরাজ।

সারাবাংলা/এসএন

আইসিসি দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ফাফ ডু প্লেসিস সরফরাজ আহমেদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর