Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকটি রেকর্ড ছুঁলেন মেসি


১৮ জানুয়ারি ২০১৯ ১৪:০৬

।। স্পোর্টস ডেস্ক ।।

গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) কোপা দেল রে’তে লেভান্তের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-০ গোলের জয় তোলে বার্সেলোনা। আর এই ম্যাচে বার্সার জার্সিতে আরেকটি রেকর্ড ছুঁয়ে ফেললেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

গত সপ্তাহে লেভান্তের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে হেরে যাওয়ার পর, বৃহস্পতিবার কাম্প ন্যু’তে ফিরতি লেগে ৩-০ গোলে জয় তুলে নেয় বার্সা। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতেছে গত চারবারের চ্যাম্পিয়নরা। বার্সার জার্সিতে এই দিনে জোড়া গোল করেন উসমান দেম্বেলে, আর একটি গোল করেন মেসি।

লেভান্তের জালে বল জড়িয়ে কোপা দেল রে’তে বার্সার জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দুইয়ে উঠে গেলেন মেসি। এ নিয়ে কোপা দেল রে’তে বার্সার জার্সিতে ৪৯ গোল আছে আর্জেন্টাইন এই তারকার।

কোপা দেল রে’তে সর্বোচ্চ ৬৪ গোল আছে স্প্যানিশ কিংবদন্তি জোসেপ সামিতিয়ের। আর মেসির সমান (৪৯) গোল আছে বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তি কুবালার।

সারাবাংলা/এসএন

কোপা দেল রে রেকর্ড লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর