কোহলির সেঞ্চুরিতে সমতায় ভারত
১৫ জানুয়ারি ২০১৯ ১৭:২৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৭:৪৯
।। স্পোর্টস ডেস্ক ।।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো ভারত। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে কোহলিরা।
অ্যাডিলেডে টস জিতে আগে ব্যাট করতে নেমে শন মার্শের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ৪৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী ভারত।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪৭ রানে ব্যক্তিগত ৩২ রানে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান। এরপর কোহলিকে সঙ্গে করে দলের হাল ধরেন আরেক ওপেনার রোহিত শর্মা। তবে দলীয় ১০১ রানে ব্যক্তিগত ৪৩ রানে ফেরেন রোহিত। এরপর আম্বাতি রাউডুকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন কোহলি। তবে দলীয় ১৬০ রানে আউট হয়ে ব্যক্তিগত ২৪ রানে ফেরেন রাউডু।
এরপর মহেন্দ্র সি ধোনির সঙ্গে জুটি গড়েন কোহলি। ভারতের এই অধিনায়ক তুলে নেন ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ নিয়ে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেলেন কোহলি। এরপর দলীয় ২৪২ রানে ফেরেন তিনি। আউট হয়ে ফেরার আগে ১১২ বলে ৫ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন কোহলি।
এরপর ধোনি (৫৫) ও দীনেশ কার্তিকের (২৫) অপরাজিত ইনিংসে জয়ের দেখা পায় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন বেহরেনডোর্ফ, রিচার্ডসন, স্টোইনিস ও ম্যাক্সওয়েল।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৬ রানেই ২ উইকেট হারায় অজিরা। ওপেনার অ্যালেক্স ক্যারে ১৮ ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৬ রান করে আউট হন। এরপর দলের হাল ধরেন উসমান খাজা ও শন মার্শ। তবে দলীয় ৮২ রানে ব্যক্তিগত ২১ রানে ফেরেন উসমান খাজা। এরপর হ্যান্ডসকম্ব ২০, স্টোইনিস ২৯ ও গ্ল্যান ম্যাক্সওয়েল ৪৮ রানে ফিরলেও, একদিক থেকে ঝড়ো ব্যাটিংয়ে ১২৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১৩১ রানের ইনিংস খেলে ফেরেন শন মার্শ।
শেষ দিকে নাথান লায়ন ১২ ও বেহরেনডোর্ফ ১ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এছাড়াও মোহাম্মদ সামি ৩টি ও রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন।
ম্যাচসেরা নির্বাচিত হন বিরাট কোহলি।
সারাবাংলা/এসএন