Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ধাপ এগিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুইয়ে দক্ষিণ আফ্রিকা


১৫ জানুয়ারি ২০১৯ ১৪:১২

।। স্পোর্টস ডেস্ক ।।

ঘরের মাঠে সফরকারী পাকিস্তানকে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। তাতেই টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে গেল প্রোটিয়ারা। আইসিসির দেয়া সবশেষ র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে টপকে র‍্যাঙ্কিংয়ের দুইয়ে জায়গা করেছে নিয়েছে তারা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের সবক’টি ম্যাচ জয়ে চার পয়েন্ট যোগ হয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট দাঁড়িয়েছে ১১০। শীর্ষে থাকা ভারতের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে তারা। আর এই র‍্যাঙ্কিংয়ে ১০৮ পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে আছে নিউজিল্যান্ড।

এছাড়াও ১০১ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের পাঁচে অস্ট্রেলিয়া, আর ৯১ পয়েন্ট নিয়ে ছয়ে আছে শ্রীলঙ্কা। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ হেরে পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে সাতে আছে পাকিস্তান। ৮৮ পয়েন্ট আছে তাদের।

৭০ পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিং তালিকার আটে আছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে (৬৯) নবম স্থানে আছে বাংলাদেশ দল।

আর দশম স্থানে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ১৩।

সারাবাংলা/এসএন

টেস্ট দক্ষিণ আফ্রিকা র‍্যাঙ্কিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর