পাকিস্তানকে ধবলধোলাই করলো দক্ষিণ আফ্রিকা
১৪ জানুয়ারি ২০১৯ ১৬:১৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৬:৩২
।। স্পোর্টস ডেস্ক ।।
সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জয় তুলে সিরিজ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ টেস্টে এবার ১০৭ রানের জয় তুলে নিয়ে সফরকারীদের ধবলধোলাই করলো প্রোটিয়ারা।
সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৮১ রানের টার্গেট পাকিস্তান। তবে ২৭৩ রান তুলেই ইনিংস শেষ হয় সফরকারীদের।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬২ রান তোলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে পেসার তোপে ১৮৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে কুইন্টন ডি ককের ১২৯ রান ও হাশিম আমলার ৭১ রানে ভর করে ৩০৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তবে স্বাগতিকদের পেসার তোপে শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ২৭৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
জোহানেসবার্গে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে রোববার (১৩ জানুয়ারি) তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৫৩ রান তোলে পাকিস্তান। ২২৮ রানে পিছিয়ে থেকে ৭ উইকেট হাতে নিয়ে সোমবার (১৪ জানুয়ারি) চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামে তারা। তবে প্রোটিয়া পেসারদের তোপে ২৭৩ রানে থামে সফরকারীদের ইনিংস।
আগের দিনে ৪৭ বলে ৪৮ রানে অপরাজিত থাকার পর সোমবার ব্যক্তিগত ৬৫ রানে থামেন আসাদ শফিক। তার সঙ্গে ১৭ রানে অপরাজিত থাকা বাবর আজম ফেরেন মাত্র ৪ রান যোগ করে ব্যক্তিগত ২১ রানে। এরপর অধিনায়ক সরফরাজ আহমেদ শূন্য হাতে ফিরলেও একদিক থেকে লড়াই করেন শাদাব খান। তবে শেষ দিকে ফাহিম আশরাফ (১৫), মোহাম্মদ আমির (৪), হাসান আলী (২২) ও মোহাম্মদ আব্বাস (৯) আউট হয়ে ফিরে গেলে ইনিংস থামে সফরকারীদের। তবে ৪৭ রানে অপরাজিত থাকেন শাদাব খান।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও অলিভিয়ের ৩টি করে উইকেট নেন। এছাড়াও ডেল স্টেইন ২টি ও ফিল্যান্ডার ১টি উইকেট নেন।
ম্যাচসেরা নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। আর সিরিজ সেরার পুরস্কার আসে অলিভিয়েরের হাতে।
সারাবাংলা/এসএন