Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রায় ১১ বছর পর পাকিস্তানে যাচ্ছেন ডি ভিলিয়ার্স


১৪ জানুয়ারি ২০১৯ ১৫:৪৬

।। স্পোর্টস ডেস্ক ।।

প্রায় ১১ বছর পর পাকিস্তানে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে দেশের হয়ে সিরিজ খেলতে সব শেষ দেশটিতে গিয়েছিলেন তিনি। সোমবার (১৪ জানুয়ারি) প্রোটিয়া দলের সাবেক এই অধিনায়ক নিশ্চিত করেছেন, পাকিস্তানের ঘরোয়া লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে খেলবেন তিনি।

পিএসএল এর এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে যোগ দেবেন ভিলিয়ার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
ভিলিয়ার্স বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, লাহোর কালান্দার্সের হয়ে আগামী ৯ এবং ১০ মার্চ আমি অংশ নেবো। আমি আবারো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে যাবো এবং আশা করবো আমার অংশগ্রহণে লাহোর কালান্দার্সের কিছুটা হলেও ভালো হবে।’

এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে লাহোরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পাঁচ ক্রিকেটার। ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, ডেভিড মিলার, মরনে মরকেল ও ইমরান তাহিরের পর এবার ১৮ মাসের মধ্যে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ খেলোয়াড় হিসেবে লাহোরে খেলতে যাচ্ছেন ভিলিয়ার্স।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে বোমা হামলার পর থেকে সবধরণের আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসা বন্ধ হয়ে গেছে পাকিস্তানে। তবে গত বছর দেশটিতে ঘরোয়া ক্রিকেট লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলেও আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ কিংবা টুর্নামেন্টের আয়োজন হয়নি।

তবে, আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে ফেরাতে মরিয়া হয়ে আছে দেশটি। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরানোর পক্ষে আছেন ডি ভিলিয়ার্সও। তিনি বলেন, ‘আমি পাকিস্তানের জনগণের জন্য সহানুভূতি প্রকাশ করছি, কারণ তারা ক্রিকেটের জন্য ক্ষুধার্ত। আমি আশাবাদী যে, সেই দিন আর বেশিদূরে নয়, যেদিন আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে ফিরবে আর স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর