Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন উড়ন্ত ফর্মে থাকা পেরেরা


১৩ জানুয়ারি ২০১৯ ১৫:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএলের ষষ্ঠ আসরে অংশ নিতে ঢাকা এসে পৌঁছেছেন উড়ন্ত ফর্মে থাকা লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। রোববার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা পৌঁছে নিজ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দেন এই ২৯ বছর বয়সী বাঁহাতি বোলার ও ডানহাতি ব্যাটসম্যান।

এদিকে এদিন সন্ধ্যায়ই চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে পেরেরার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ম্যাচটিতে তিনি মাঠে নামবেন কী না সেটা নিশ্চিত করতে পারেনি কুমিল্লা টিম ম্যানেজমেন্ট।

মাঠের পারফরম্যান্স বিবেচনায় সময়টা দুর্দান্তই যাচ্ছে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার। সদ্য সমাপ্ত নিউ জিল্যান্ড সিরিজে ব্যাট হাতে ছিলেন উড়ন্ত ফর্মে। কিউদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ রানে ফিরলেও দ্বিতীয়টিতে খেলেছেন ১৪০ রানের ঝলমলে এক ইনিংস। তৃতীয়টিতে করেছেন ৮০ রান। আর একমাত্র টি-টোয়েন্টিতে ২৪ বলে খেলেছেন ৪৩ রানের এক বিস্ফোরক ইনিংস।

তার উপস্থিতিতে হয়তো আবার সরব হয়ে উঠবে কুমিল্লার ড্রেসিংরুম। কেননা ডান হাতের কনুইয়ের ইনজুরিতে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকও আর মাত্র তিনটি ম্যাচ খেলে দেশের হয়ে দ. আফ্রিকা সিরিজে অংশ নিতে ঢাকা ছেড়ে যাবেন।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

কুমিল্লা থিসারা পেরেরা বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর