Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে সিডল


৪ জানুয়ারি ২০১৯ ১৭:৫৩

।। স্পোর্টস ডেস্ক ।।

২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে শেষবার ওয়ানডেতে মাঠে নামেন পেসার পিটার সিডল।ভারতের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ দিয়ে আবারো ফিরছেন ৩৪ বছর বয়সি ডানহাতি এই পেসার। বিগ ব্যাশে দারুণ ফর্মেই দলে জায়গা মিলেছে তার।

ভারতের বিপক্ষে দেশের মাটিতে চার ম্যাচে টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া। এরপরই শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। আগামী ১২ জানুয়ারিতে প্রথম ওয়ানডের পর ১৫ দ্বিতীয় ওয়ানডে এবং ১৮ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে আনা হয়েছে বড় পরিবর্তন।

দলের অধিনায়কত্ব থাকছে অ্যারন ফিঞ্চের হাতেই। দলে আছেন শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারে ও অ্যাডাম জাম্পা। তবে দলে জায়গা হয়নি ট্রাভিস হেড, ক্রিস লিন, ডি’আর্কি শর্ট, বেন ম্যাকডারমট ও অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগারের।

সিডল ছাড়াও প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন উসমান খাজা। এছাড়াও ডাক পেয়েছেন পিটার হ্যান্ডসকম্ব, মিচেল মার্শ ও নাথান লায়ন।

আর এই সিরিজে বিশ্রামে থাকছেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং প্যাট কামিন্স। যেখানে ডাক পেয়েছেন ঝাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক। আর এই সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকবেন ২৮ বছর বয়সি জ্যাসন বেহরেনডোর্ফ।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারে, ঝাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, জেসন বেরেনডোর্ফ, পিটার সিডল, নাথান লায়ন ও অ্যাডাম জাম্পা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া ওয়ানডে পিটার সিডল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর