সেঞ্চুরি জুটির চূড়ায় তামিম-মুশফিক
১১ ডিসেম্বর ২০১৮ ১৬:২১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৮
স্পোর্টস ডেস্ক ।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১১ রানেই চোটে পড়ে মাঠ ছাড়তে হয় ওপেনার লিটন দাসকে। এরপর মাঠে নামেন ইমরুল কায়েস। কিন্তু দলীয় ১৪ রানে আউট হয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে শুরুতে হোঁচট খেলেও দলের হাল ধরে দারুণ এক কীর্তি গড়েন ওপেনার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
তৃতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন তামিম-মুশফিক। তাতেই ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি তিন অঙ্কের জুটির রেকর্ড গড়লেন অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান। বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ম্যাচে এই দুই ব্যাটসম্যানের এটি পঞ্চম শতরানের জুটি।
এর আগে বাংলাদেশের জার্সিতে মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান মিলে শতরানের জুটি গড়েছেন চারবার।
জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছরের অক্টোবরে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১৭৮ রানের জুটি গড়েন তামিম-মুশফিক। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির তালিকায় এটি তৃতীয় সর্বোচ্চ জুটি।
সারাবাংলা/এসএন