এবার গেইলকে টপকালেন তামিম
১১ ডিসেম্বর ২০১৮ ১৫:১৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৯
স্পোর্টস ডেস্ক ।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইলকে টপকে গেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে এবার গেইলকে টপকে গেলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন গেইল। যিনি এই সিরিজে উইন্ডিজ দলে নেই। ক্যারিবীয়ান এই হার্ডহিটার ওপেনার ২১টি ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে করেছেন ৬৬১ রান। চলতি সিরিজের আগে সেটিই ছিল দুই দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ স্কোর।
সিরিজের প্রথম ম্যাচে ৭০ বলে ৫টি বাউন্ডারিতে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন টাইগারদের রানমেশিন মুশফিকুর রহিম। তাতেই গেইলকে ছাড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে গেইলের চেয়ে ২৭ রানে পিছিয়ে ছিলেন তামিম। এই ম্যাচে মাঠে নেমে ৬৩ বলে চার বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ রান তুলে আউট হন বাঁহাতি এই ওপেনার। আর তাতেই গেইলকে ছাড়িয়ে গেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এ নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে সবমিলিয়ে ২১টি ম্যাচে মাঠে নেমে ২টি শতক ও ৪টি অর্ধশতকসহ ৬৮৫ রান আছে তামিমের। যেখানে তার সর্বোচ্চ ইনিংস ১৩০* রানের। ক্যারিবিয়ানদের বিপক্ষে দেশসেরা এই ওপেনারের গড় ৩৬.০৫।
সারাবাংলায় পড়ুন: গেইলকে টপকে গেছেন মুশফিক, অপেক্ষায় তামিম
এদিকে, গেইলের সমান ২১টি ম্যাচ খেলে দুই দলের হয়ে সর্বোচ্চ ৭৩২ রান আছে মুশফিকের। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৮০ বলে পাঁচ বাউন্ডারিতে ৬২ রান করেন এই টাইগার উইকেটরক্ষক। উইন্ডিজদের বিপক্ষে ছয়টি ফিফটিতে ৪৩.০৫ গড়ে মুশফিক এখন সর্বোচ্চ রান স্কোরারের ভূমিকায়, গেইলের গড় ৩৪.৭৮।
দুই দলের রান সংগ্রাহকের এই তালিকায় মারলন স্যামুয়েলস আছেন চার নম্বরে। তালিকার পাঁচে সাকিব আল হাসান, আর ছয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সারাবাংলা/এসএন