Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের


৭ ডিসেম্বর ২০১৮ ১৮:০৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৮ ১৮:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ১২৩ রানের বড় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। তাতেই ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কিউইরা।

আবুধাবিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ২৭৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪৮ রান তোলে পাকিস্তান। এরপর পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনের (১৩৯) ও হেনরি নিকোলসের (১২৬) ব্যাটে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৫৩ রান তোলে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড বোলারদের তোপে ১৫৬ রানেই থামে পাকিস্তানের ইনিংস। তাতেই ১২৩ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ইমাম উল হক (২২) ছাড়া টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এরপর বাবর আজম ও অধিনায়ক সরফরাজ আহমেদ কিছুটা হাল ধরার চেষ্টা করলেও দলীয় ৯৮ রানে ব্যক্তিগত ২৮ রানে আউট হয়ে ফেরেন সরফরাজ। এরপর সাজঘরের পথ দেখেন বিলাল আসিফ (১২) ও ইয়াসির শাহ (৪)। দলীয় ১৫০ রানে আউট হয়ে ফেরেন ইনিংস সর্বোচ্চ ৫১ রান তোলা বাবর আজম। এরপর আর ইনিংস বেশিদূর গড়ায়নি। দলীয় ১৫৬ রান হাসান আলী (৪) আউট হলেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।

নিউজিল্যান্ডের টিম সাউদি, আজাজ প্যাটেল ও উইলিয়াম সামারভিলি ৩টি করে উইকেট নেন। আর ১টি উইকেট পান কলিন ডি গ্র্যান্ডহোম।

ম্যাচসেরা নির্বাচিত হন দুই ইনিংসে ব্যাট হাতে আলো ছড়ানো নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আর সিরিজ সেরা হন পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো