Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের চেয়ে ৫৯ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া


৭ ডিসেম্বর ২০১৮ ১৪:২৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৩০

স্পোর্টস ডেস্ক ।।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতের করা ২৫০ রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে এখনও ৫৯ রানে পিছিয়ে আছে অজিরা। অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ট্র্যাভিস হেড (৬১) ও মিচেল স্টার্ক (৮) নামবেন তৃতীয় দিনের ব্যাটিংয়ে।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অজিরা। দলীয় ১ রানে অ্যারন ফিঞ্চ শূন্য হাতে ফেরেন। এরপর মার্কাস হ্যারিস (২৬), উসমান খাজা (২৮) ও শন মার্শ (২) আউট হয়ে ফেরেন। তাতেই ৮৭ রানেই ৪টি উইকেট হারায় অজিরা।

এরপর অবশ্য পিটার হ্যান্ডসকম্বকে সঙ্গে করে দলের হাল ধরেন ট্রাভিস হেড। তবে দলীয় ১২০ রানে ব্যক্তিগত ৩৪ রানে হ্যান্ডসকম্ব আউট হলে আবারও ধ্বস নামে অজি ব্যাটিং লাইনআপে। এরপর আউট হয়ে সাজঘরে ফেরেন টিম পেইন (৫) ও প্যাট কামিন্স (১০)। তবে একদিক থেকে দলের হাল ধরেন হেড। দিন শেষে ৬১ রান নিয়ে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার সঙ্গে মিচেল স্টার্ক অপরাজিত আছেন ৮ রানে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহ।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে চেতেশ্বর পূজারার ১২৩ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ২৫০ রান তোলে ভারত।

ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ১২৩ রানের ইনিংসটি খেলে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন পূজারা। ভারতের অষ্টম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এই মাইলফলক ছুঁতে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় খেলেছেন ১০৮টি ইনিংস। সমান ইনিংস খেলে এবারের দ্রাবিড়ের সঙ্গে যুগ্মভাবে রেকর্ডের মালিক হলেন পূজারা। তার ক্যারিয়ারের ১৬তম টেস্ট সেঞ্চুরি এটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া টেস্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর