তামিমের কথা থেকেই প্রেরণা নিয়েছেন সৌম্য
৬ ডিসেম্বর ২০১৮ ১৯:১৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৩
স্পেশাল করেসপন্ডেন্ট।।
অনেক দিন পর মাঠে ফিরলেন। এশিয়া কাপের চোটের পর প্রায় মাস তিনেকের কাছাকাছি মাঠের বাইরে ছিলেন। অনুশীলন ম্যাচে ফিরেই তামিম ইকবাল দুর্বার। ৭০ বলে সেঞ্চুরিতে বিসিবি একাদশকে এনে দিলেন জয়ের ভিত। আর সেটি থেকে প্রেরণা পেয়ে ৭৫ বলে সেঞ্চুরি পেলেন সৌম্য সরকারও। ম্যাচ শেষে সৌম্য বলেছেন, তামিমের কথা থেকে অনুপ্রেরণা নিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে মাসখানেকের আগে এই বিকেএসপিতেই একটি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সৌম্য। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়ে সেঞ্চুরি। তবে ওয়ানডে একাদশে নিজের দাবিটা জানান দিতে আজকের (বৃহস্পতিবার) সেঞ্চুরির দরকার ছিল। সৌম্য বললেন, আজ (৬ ডিসেম্বর) তামিমের সেঞ্চুরি থেকে প্রেরণা নিয়েছিলেন তিনি, ‘আসলে শুরুতে আমার তেমন কোন পরিকল্পনা ছিল না। তামিম ভাই অনেক ভালো করছিলো। প্রত্যেক ওভারে অনেক রান আসছিলো। আমি চেষ্টা করেছি যে তাঁকে সাপোর্ট দেয়ার। যতটুকু সময় থাকি। আর বোলারগুলোতে দেখি। উনি আমাকে কিছু কথা বলছিলো যেগুলো আমার জন্য হেল্পফুল ছিলো। তো সেই অনুসারেই ব্যাটিং করেছি। একটা ভুল শট খেলেছি।
‘এর মধ্যে উনি একটি কথা বলেছেন, তখন আরো মাথা খুলেছে। উইকেটের মধ্যে কিছু কিছু কথাও আসলে অনেক হেল্পফুল। আমারও উচিৎ ছিল পরিস্থিতি বোঝা। রান অনেক আসছিলো। প্রথম দশ ওভারে অনেক রান ছিলো। প্রায় ৮০-৯০ এর মতো রান ছিলো। সেই অনুসারেই খেলছিলাম যে ইনিংসটি বড় করি। আর শেষের দিকে যেয়ে মনে হয়েছিল যে আমি যদি উইকেটে থাকি তাহলে অবশ্যই ম্যাচটি জিতবো। সুতরাং ঐ আত্মবিশ্বাসটি নিয়েই শেষ পর্যন্ত থাকার চেষ্টা।’
অনেক দিন পর তামিমের সঙ্গে ব্যাট করলেন সৌম্য। সিনিয়র সতীর্থ যে এতোদিন মাঠের বাইরে ছিলেন, সেটা তার ব্যাটিং দেখে মনেই হয়নি সৌম্যর, ‘আমার কাছে ওনার (তামিম) ব্যাটিং দেখে মনে হয়নি যে উনি বাইরে থেকে আসলো কিংবা কয়েকটি ম্যাচ বাইরে ছিলো। আমার দেখে খুব ভালো লেগেছে যে উনি অনেক আত্মবিশ্বাসী ছিলেন। আর শুরুতে একটি ভালো স্টার্ট পেয়েছে। এমন স্টার্ট সবসময় হয় না। আমি চাইবো যে এমন স্টার্ট সবসময় উনি দিতে পারবেন, এটি বাংলাদেশের জন্যও ভালো, ওনার জন্যও ভালো।’
এই পারফরম্যান্সের আত্মবিশ্বাস সৌম্য টেনে নিয়ে যেতে চান ওয়ানডেতেও, ‘অবশ্যই, এই ধারাবাহিকতা যদি সবাই ধরে রাখতে পারি কিংবা এই আত্মবিশ্বাসটি যদি সবার মধ্যে থাকে তাহলে তা সবাইকে সাহায্য করবে পরবর্তী ম্যাচগুলোর জন্য। প্রস্তুতি ম্যাচে আমরা তিনশ’র উপরে রান তাড়া করতে গিয়েছি, প্রায় আট নয় ওভার বাকি ছিলো, এর মধ্যে আমরা ম্যাচটি শেষ করতে পেরেছি। তো মূল ম্যাচেও যদি আমরা এভাবে ভালো শুরু করতে পারি তাহলে ৩০০ রান কোন ব্যাপার হবে না। মানে সহজ হবে আরকি।’
সারাবাংলা/ এএম/এসএন
তামিম ইকবাল প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সৌম্য সরকার