ওয়ানডে দলে সাকিব-তামিম
২ ডিসেম্বর ২০১৮ ১৭:১৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ১৩:০৮
স্টাফ করেসপন্ডেন্ট।।
সাকিব আল হাসান ফিরেছেন ওয়ানডে দলে, ফিরেছেন তামিম ইকবালও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে শক্তিশালী দলই ঘোষণা করেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে যে দলটি ৩-০ ব্যবধানে জিতেছিল তাতে আছে দুইটি পরিবর্তন। সাকিব আর তামিম অনুমিতভাবেই ফিরেছেন, আর বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও ফজলে রাব্বি।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর (রোববার)। এরপর ১১ ডিসেম্বর (মঙ্গলবার) একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টায়। আর ১৪ ডিসেম্বর (শুক্রবার) সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।
বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি এবং আরিফুল হক।
সারাবাংলা/এএম/এসএন