‘এমবাপে এখনো নেইমারের পর্যায়ে আসেনি’
২৭ নভেম্বর ২০১৮ ১৬:৩৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৬:৩৭
স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে দলের শিরোপা জয়ে দুর্দান্ত খেলেছেন ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়েও দারুণ সময় পার করছেন তিনি। যে কারণে ব্রাজিল তারকা নেইমারের সঙ্গে তুলনা উঠেছে ফরাসি এই স্ট্রাইকারের। তবে এমন মন্তব্যে একমত নন পিএসজিতে দু’জনের সতীর্থ দানি আলভেজ।
পিএসজিতে নেইমার-ডি মারিয়ার সঙ্গে নিজের পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এমবাপে। জাতীয় দলের জার্সিতেও অনন্য তরুণ এই ফুটবলার। তবে ব্রাজিলিয়ার সেনসেশন নেইমারের সঙ্গে তাকে তুলনা করার পর আলভেজ জানান, এখনো বেশকিছু জায়গায় উন্নতি করতে হবে এমবাপেকে।
আলভেজ বলেন, ফুটবল ইতিহাসে সেরাদের একজন হতে পারবেন এমবাপে, ‘আমি বিশ্বাস করি, নেইমার এবং এমবাপে দু’জন আলাদা। ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হতে পারবে এমবাপে। কিন্তু আমি মনে করি, নেইমার সেই পর্যায়ে চলে গেছে। এমবাপের এখনো সেখানে যেতে বাকি।’
১৯ বছর বয়সি এমবাপের এখনো বেশ সুযোগ আছে বলেই মনে করেন আলভেজ, ‘আমি মনে করি এমবাপে বেশ বুদ্ধিমান, তাই নেইমারের কাছ থেকে শেখার সুযোগটা সে নেবে। আমি দেখেছি, মেসির (লিওনেল) কাছে নেইমার অনেক কিছুই শিখেছে। এটাই শেখার নিয়ম।’
সারাবাংলা/এসএন