Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ টি-টোয়েন্টিতেও হারল মেয়েরা


১৯ নভেম্বর ২০১৮ ১১:৪৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ১২:১৪

।। স্পোর্টস ডেস্ক ।।

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সোমবার (১৯ নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ রানে হেরেছে সালমা-রুমানাদের।

বাংলাদেশ সময় ৬টায় মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। শুরুতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান তোলে বাংলাদেশ।

এর আগে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মেয়েদের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে সালমা-জাহানারাদের।

ড্যারেন সামি স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রুমানা আহমেদ। এছাড়াও ফারজানা হক ১৯ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার ড্যানিয়েলস, সেকুকুনে, ক্লাস, লুস এবং ফন নিকার্ক ১টি করে উইকেট নেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন। এছাড়াও ওপেনার লিজেল লি ২১, ট্রায়ন ১৮ ও ডু প্রিজ ১৪ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সালমা খাতুন। আর তাতেই বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশ দলের অধিনায়ক। এছাড়াও খাদিজাতুল কোবরা ২টি, রুমানা আহমেদ ও নাহিদা আক্তার ১টি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

দক্ষিণ আফ্রিকা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর