Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কালোনিকেই চাইছে আর্জেন্টিনার খেলোয়াড়রা


১৮ নভেম্বর ২০১৮ ১৬:২৪

।। স্পোর্টস ডেস্ক ।।

মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকেই লিওনেল স্কালোনিকে স্থায়ী কোচ হিসেবে চাইছে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড়।

রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব হারান হোর্হে সাম্পাওলি। এরপর থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান লিওনেল স্কালোনি। ইতোমধ্যেই স্কোলানির প্রতি আত্মবিশ্বাস বেড়েছে আর্জেন্টিনার সিনিয়র দলের খেলোয়াড়দের। যে কারণে আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের এই কোচকেই জাতীয় দলের কোচ হিসেবে চাইছে আর্জেন্টাইন খেলোয়াড়রা।

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয়ের পর শুক্রবার (১৬ নভেম্বর) আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা বলেন, ‘আমরা তার (স্কালোনি) সঙ্গে কাজ করে ভালো করছি। আমাদেরকে সহায়তা ও সমর্থন করেন তিনি। অবশ্যই, আমরা তার সঙ্গে কাজ চালিয়ে যেতে চাই, কিন্তু সেই সিদ্ধান্ত আমরা দেবো না।’

জুভেন্টাসের এই তারকা বলেন, ‘তিনি আমাদেরকে স্বাধীনভাবে খেলার সুযোগ দেন এবং আমাদের সঙ্গে ভালো উপায়েই কাজ চালিয়ে যাচ্ছেন। দলকে এগিয়ে নিতে আমরা এভাবেই তার সহায়তা চাই।’

রিয়াল বেতিসে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি বলেন, ‘আমি মনে করি কোচ হিসেব খুব ভালো কাজ করছেন তিনি (স্কালোনি)। খেলায় উন্নতি করতে হলে যতো দ্রুত সম্ভব এটা করা উচিৎ।’

অবশ্য স্কালোনিকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করার পর তিনি বলেন, ‘পরবর্তী ম্যাচ পর্যন্ত আমি এখানে আছি।’
বুধবার (২১ নভেম্বর) মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

সারাবাংলা/এসএন

আর্জেন্টিনা লিওনেল স্কালোনি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর