Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টার মিলানের বিপক্ষে মেসিকে পাচ্ছে বার্সেলোনা!


৪ নভেম্বর ২০১৮ ২০:৪৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ০৯:৪৫

।। স্পোর্টস ডেস্ক ।।

মঙ্গলবার (৬ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচকে সামনে রেখে রোববার (৪ নভেম্বর) ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বার্সা। ইনজুরির কারণে দলের বাইরে থাকার কারণে প্রায় ৪ সপ্তাহ মাঠের বাইরে আছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির। ইন্টারের বিপক্ষে ম্যাচ দিয়েই ফেরার সম্ভাবনা আছে তার।

এর আগে গত ২৫ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ইন্টারের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল মেসিকে। এবার একই দলের বিপক্ষে ফেরার সম্ভাবনা আছে তার।

২২ সদস্যের এই স্কোয়াডে মেসি ছাড়াও চমক হিসেবে জায়গা পেয়েছেন বার্সেলোনা ‘বি’ দলের খেলোয়াড় ইনাকি পিনা ও চুমি।

বার্সেলোনার ২২ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: মার্ক অ্যান্ডার টের স্টেগেন, জেসপার সিলেসন।

নেলসন সেমেডো, জিরার্ড পিকে, ইভান রাকিতিচ, সার্জিও বুস্কেটস, ডেনিস সুয়ারেজ, ফিলিপ কুতিনহো, আর্থার, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, উসমান দেম্বেলে, রাফিনহা, ম্যালকম, ক্লিমেন্ট লেংলেট, জর্ডি আলভা, মুনির, সার্জিও রবের্তো, আর্তুরো ভিদাল, অ্যালেনা, ইনাকি পিনা এবং চুমি।

সারাবাংলা/এসএন

উয়েফা চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনা লিওনেল মেসি স্কোয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর