ব্যাট হাতে নেটে ফিরলেন তামিম
৪ নভেম্বর ২০১৮ ১৬:৫৯ | আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৭:০৭
।। স্পোর্টস ডেস্ক ।।
এশিয়া কাপে ইনজুরিতে পড়ার পর আর ব্যাট ধরা হয়নি বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের। কব্জির সংযোগস্থলে ব্যথা পেয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেই ছিটকে গিয়েছিলেন তিনি। প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর রোববার (৪ নভেম্বর) ব্যাট হাতে নেটে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেইজে কয়েকটি ছবি পোস্ট করেন তামিম। যেখানে দেখা যায়, ব্যাট হাতে প্র্যাকটিস করছেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সেখানে তিনি লেখেন, ‘একটা পদক্ষেপ নিলাম। আমার পূনর্বাসন চলছে, তবে ব্যাট হাতে নিতে পেরে বেশ খুশি লাগছে। ইনজুরির পর প্রথমবার ব্যাট হাতে নিলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন। আশা করি বাংলাদেশ দলে শিগগিরই ফিরতে পারবো, ইনশাল্লাহ।’
এশিয়া কাপে হাতের চোট পাওয়ার কারণে শুরুতে মনে হয়েছিল তামিমের হাতে অস্ত্রোপচার করাতে হতে পারে। তবে এরপর লন্ডনে শল্যবিদ ডেভিড ওয়ারউইককে দেখানোর পর তিনি বলেছেন, অস্ত্রোপচার দরকার হবে না তার (তামিম)। সবকিছু ঠিক থাকলে ছয় সপ্তাহ পর অনুশীলন শুরু করতে পারবেন, আর আট সপ্তাহ পরেই ব্যাট করতে পারবেন।
এবার অবশ্য তামিমের মাঠে ফেরার আশা থাকছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই হয়তো আবার ক্রিকেটে ফিরবেন তামিম।
সারাবাংলা/এসএন