দুই বছর পর আর্জেন্টিনা দলে লামেলা
২ নভেম্বর ২০১৮ ১৪:৩৮ | আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৫:২৯
।। স্পোর্টস ডেস্ক ।।
আর্জেন্টিনা দলে নেই লিওনেল মেসি। সার্জিও আগুয়েরোও থাকছেন না। তবে এই মাসেই মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেলেন এরিক লামেলা।
মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার (১ নভেম্বর) ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি। যেখানে আগুয়েরো ছাড়াও থাকছেন না গঞ্জালো হিগুয়েন।
এর আগে ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে খেলেছেন ২৬ বছর বয়সী টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার এরিক লামেলা। এরপর চোটে পড়ে খেলা হয়নি রাশিয়া বিশ্বকাপ। তবে ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে সবমিলিয়ে ২৩ ম্যাচ খেলেছেন জাতীয় দলের জার্সিতে, যেখানে ৩টি গোল আছে তার ঝুলিতে। এবার প্রায় দুই বছর পর আবারো জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যাবে তাকে।
লামেলা ছাড়াও মেক্সিকোর বিপক্ষে দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সি মাতিয়াস জারাকো। মেক্সিকানদের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হতে যাচ্ছে এই মিডফিল্ডারের।
আগামী ১৬ নভেম্বর হবে মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর চারদিন পর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা।
মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: আগুস্তিন মার্সেসিন (ক্লাব আমেরিকা), সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ)।
ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), হুয়ান ফইথ (টটেনহাম), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), এমানুয়েল মাম্মানা (জেনিত)।
মিডফিল্ডার: সান্তিয়াগো আসকাসিবার (স্টুটগার্ট), লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), ফ্রাঙ্কো ভাসকেস (সেভিয়া), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোটিং লিসবন), মার্কোস আকুনা (স্পোটিং লিসবন), মাক্সি মেসা (ইন্দেপেনদিয়েন্তে), মাতিয়াস জারাকো (রেসিং), এরিক লামেলা (টটেনহাম হটস্পার)।
ফরোয়ার্ড: রদ্রিগো দে পল (উদিনেস), ফ্রাঙ্কো সেরভি (বেনফিকা), এদুয়ার্দো সালভিও (বেনফিকা), পাওলো দিবালা (জুভেন্টাস), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আথলেটিকো মাদ্রিদ), জিওভান্নি সিমেওনে (ফিওরেন্তিনা)।
সারাবাংলা/এসএন