Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ জয়াসুরিয়ার


১৫ অক্টোবর ২০১৮ ১৭:৫২

।। স্পোর্টস ডেস্ক ।।

দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়ার। সোমবার (১৫ অক্টোবর) তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

৪৯ বছর বয়সি সাবেক এই অলরাউন্ডার ও শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক এই নির্বাচক ২.৪.৬ ও ২.৪.৭ আর্টিকেল অনুযায়ী দুটি অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

এখনও পর্যন্ত অভিযোগের ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেনি আইসিসি। তবে প্রথম ধারা অনুযায়ী আকসুর তদন্তে অসহযোগিতা এবং অন্য ধারা অনুযায়ী দুর্নীতি দমন ইউনিটের তদন্তের কাজে বাধা দিয়েছেন এবং বিলম্বিত করেছেন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক এই নির্বাচককে অভিযোগের ব্যাখ্যা দেয়ার জন্য ১৪ দিন সময় দিয়েছে আইসিসি।

সারাবাংলা/এসএন

অভিযোগ শ্রীলঙ্কা সনাথ জয়াসুরিয়া

বিজ্ঞাপন

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর