Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকরাম-মিসবাহকে কমিটিতে চাইছে পিসিবি


১৪ অক্টোবর ২০১৮ ১৫:০১ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৫:০২

।। স্পোর্টস ডেস্ক ।।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কমিটিতে আসছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল-হক। রোববার (১৪ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, সাবেক এই দুই অধিনায়ককে দেশটির ক্রিকেট বোর্ড কমিটিতে চাইছে পিসিবি।

সূত্র থেকে জানা গেছে, আকরাম ও মিসবাহকে কমিটিতে নেওয়ার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। আকরাম ও মিসবাহ এই কমিটিতে যোগ দেবেন বলেও আত্মবিশাস বোর্ডের। সাবেক অধিনায়ক ইনতিখাব আলমও থাকবেন এই কমিটিতে।

এর আগে গত সপ্তাহে সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, এই সময়ে পাকিস্তানের ক্রিকেট কমিটি ভালভাবে গঠন করা দরকার। নতুন কমিটিতে সাবেক ও বর্তমান খেলোয়াড়কে রাখার ব্যাপারে পরামর্শও দেন তিনি।

সারাবাংলা/এসএন

ওয়াসিম আকরাম পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড মিসবাহ উল হক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর