Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাশা কাটিয়ে ফিরেছেন জেসুস


১৩ অক্টোবর ২০১৮ ১৯:১৫

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সবগুলো ম্যাচের শুরুর একাদশে থাকলেও গোলের দেখা পাননি ২১ বছর বয়সী তারকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। সমালোচিত ছিল তার পারফরম্যান্স। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জেসুসের স্বপ্ন যাত্রাও থেমে যায় সেখানে।

বিশ্বকাপের পর টানা দুই ম্যাচে জাতীয় দলে জায়গা পাননি জেসুস। তাকে ছাড়াই ব্রাজিল খেলেছে এল সালভেদর এবং আমেরিকার বিপক্ষে। সবশেষ সৌদি আরবের বিপক্ষে ব্রাজিল কোচ তিতে মাঠে নামিয়েছিলেন জেসুসকে। বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নেমে গোলের দেখা পান ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির তারকা জেসুস।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচে জেসুসের পাশাপাশি গোলের দেখা পান অ্যালেক্স সান্দ্রো। প্রথমার্ধের শেষ দিকে নেইমারের কাছ থেকে বল পেয়ে স্কোর করেন জেসুস। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স সান্দ্রো।

দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে গোল করা জেসুস নিজেকে নিয়ে আরও আশাবাদী। গণমাধ্যমে তিনি জানান, ‘অবশ্যই আমি খুব হতাশ ছিলাম। বিশ্বকাপ থেকে ফিরে আমি মায়ের বাসায় ছিলাম। আমি বাড়িতে আমার পরিবারের সঙ্গে ছিলাম।‘

জেসুস আরও জানান, ‘অবশ্যই, রাশিয়া বিশ্বকাপ আমার স্বপ্নের মতো কাটেনি। আমি আরও বেশি কিছু করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যক্রমে, আমরা বিশ্বকাপ জিততে পারিনি। কিন্তু আশা করি, এখন থেকে সবকিছু সঠিক পথেই যাবে। সৌদি আরবের বিপক্ষে খেলতে পারা ও গোল করতে পেরে আমি খুশি।‘

বিজ্ঞাপন

ব্রাজিলের হয়ে ২৩ ম্যাচে ১১তম গোলের দেখা পেলেন জেসুস। ২০১৬ সালে ৬ ম্যাচে করেছিলেন ৫টি গোল। এরপরের বছর ৭ ম্যাচে করেছিলেন ৩ গোল। চলতি বছর ১০ ম্যাচ খেলে গোলের দেখা পেয়েন তৃতীয়বারের মতো। এর আগে গত ১০ জুন প্রীতি ম্যাচে নিজের ১৭তম আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল পেয়েছিলেন তিনি।

সারাবাংলা/এমআরপি

জেসুস বিশ্বকাপ ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর