Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর পর দুই ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ আর্জেন্টিনা


১১ অক্টোবর ২০১৮ ১৪:৫৮

।। স্পোর্টস ডেস্ক ।।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকোর। সেটি আবার একটি নয়, পর পর দুটি ম্যাচে। দুই দেশের ফুটবল ফেডারেশন ম্যাচ দুটির ব্যাপারে নিশ্চিত করেছে। দুটি ম্যাচই মেক্সিকোকে খেলতে হবে আর্জেন্টিনার মাটিতে। আজ রাতের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইরাক। আর সৌদির মাঠে আগামী ১৬ অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।

বিজ্ঞাপন

আগামী ১৭ নভেম্বর প্রথম ম্যাচটি খেলার পর স্বাগতিক আর্জেন্টিনার বিপক্ষে ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচটি খেলবে আতিথ্য নেওয়া মেক্সিকানরা। আগামী ডিসেম্বরে আর্জেন্টিনার পূর্ণকালীন কোচ নিয়োগ দেওয়া হবে। তার আগে ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে এই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এদিকে, ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করা রিকার্ডো ফেরেত্তির অধীনে মেক্সিকো তাদের শেষ ম্যাচ দুটি আর্জেন্টিনার বিপক্ষেই খেলবে।

২০১৯ সালে ব্রাজিলে বসবে কোপা আমেরিকার আসর। তার আগে লাতিন আমেরিকার দলগুলো যত বেশি সম্ভব প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে। আর্জেন্টিনাও পিছিয়ে থাকতে চায় না। চলতি বছরই নিজেদের দল গুছিয়ে রাখার লক্ষ্য তাদের। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচটি লা বোমবোনেরাতে হওয়ার পর দ্বিতীয় ম্যাচটি হবে বুয়েন্স আইরেসে।

এর আগে ২০১৫ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-মেক্সিকো। আমেরিকায় হওয়া সেই ম্যাচটিতে ২-০ গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি মেক্সিকানরা। আর্জেন্টিনা ২-২ গোলে ড্র করে ম্যাচটি। ম্যাচের ১৯ মিনিটের মাথা পেনাল্টি থেকে গোল করেন মেক্সিকান তারকা হাভিয়ের হার্নান্দেজ, ৭০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন হেক্টর হেরেরা। ৮৫ মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন সার্জিও আগুয়েরো। আর ৮৯তম মিনিটে লিওনেল মেসির গোলে পরাজয়ের হাত থেকে রক্ষা পায় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

আর্জেন্টিনা মেক্সিকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর