মেসির দলকে হারানোর লক্ষ্য কুতিনহোর
১১ অক্টোবর ২০১৮ ১৩:৫২ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৩:৫৬
।। স্পোর্টস ডেস্ক ।।
আবারো মাঠে গড়াতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ। ১৬ অক্টোবর (মঙ্গলবার) প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই জায়ান্ট।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই ফুটবল সমর্থকদের কাছে উন্মাদনা। তাই দুই দলই যে কেউ কাউকে ছেড়ে দেবে না, সেটা বলাই যায়। আর এই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুতিনহো বলেছেন, এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না তারা।
তবে এই ম্যাচে আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি একাদশে থাকছেন না বলেই জানিয়েছেন আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকা লিওনেল স্কালোনি। তরুণ খেলোয়াড়দের নিয়েই একাদশ সাজিয়েছেন ভারপ্রাপ্ত এই কোচ। রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোতে হেরে বিদায় নেওয়ার পর থেকেই জাতীয় দলে মেসির থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মেসি দলে থাকুক আর না থাকুক, এই ম্যাচে জয় তুলে নেয়ার কথাই জানিয়েছেন কুতিনহো।
বার্সেলোনায় মেসি আর কুতিনহো একসঙ্গে খেললেও, জাতীয় দল নিয়ে নিজেদের মধ্যে খুব একটা কথা হয় না বলে জানিয়েছেন কুতিনহো। তবে মেসি না থাকলেও এই ম্যাচটি যে বেশ আকর্ষনীয় হবে, সেটাও বললেন কুতিহনো, ‘তিনি (মেসি) যদি এই ম্যাচে না থাকেন, তবুও আন্তর্জাতিক ফুটবলে এটি একটি বড় ম্যাচ হতে যাচ্ছে।’
এই ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না কুতিনহো, ‘মেসি খেলুক আর না খেলুক, আমি এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জিততে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই ম্যাচে ভালো খেলতে হবে এবং জিততে হবে।’
মঙ্গলবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
সারাবাংলা/এসএন