ব্রাজিল খেলেছিল বিশ্ব একাদশের বিপক্ষেও
১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩২ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১৬:৩৫
।। মুশফিক পিয়াল, সিনিয়র নিউজরুম এডিটর ।।
১৯১৪ সালের ২১ জুলাই প্রথমবারের মতো জাতীয় দলের বাইরে প্রতিপক্ষ হিসেবে কোনো ক্লাবের বিপক্ষে খেলেছিল বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা জেতা ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেবার রিও ডি জেনেরিওতে খেলেছিল ইংলিশ ক্লাব এক্সেটার সিটির বিপক্ষে। সবশেষ ২০০৬ সালের ৭ অক্টোবর ব্রাজিল জাতীয় দল খেলেছিল কুয়েতের একটি ক্লাবের বিপক্ষে। দুটি ম্যাচেই জিতেছিল ব্রাজিল।
সর্বপ্রথম খেলা এক্সেটার সিটির বিপক্ষে ২-০ গোলে জিতেছিল ব্রাজিল। সেটাই নাকি ছিল ব্রাজিলের জাতীয় দলের প্রথম কোনো ম্যাচ। নিজেদের মাঠে প্রায় ১০৪ বছর আগের সেই ম্যাচে গোল করেছিলেন ওসমান এবং ওসলাদো গোমেজ। যদিও ম্যাচটি নিয়ে আসল কোনো তথ্য এখনও জানা যায়নি। কোনো কোনো আর্টিকেলে জানানো হয়, ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। উইকিপিডিয়া থেকে যেটুকু জানা যায়, ম্যাচের ২৮তম মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেছিলেন ওসমান এবং ৩৬তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ওসলাদো গোমেজ।
সবশেষ খেলা ২০০৬ সালে কুয়েতের ক্লাবের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটিতে হলুদ জার্সিধারীরা জিতেছিল ৪-০ ব্যবধানে। আল কুয়েত স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে সেই ম্যাচটিতে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন রাফায়েল সোবিস, রবিনহো, দানিয়েল কারভালহো এবং কাকা। ম্যাচের ১৬তম মিনিটে ব্রাজিলের প্রথম গোলটি করেন ব্রাজিল জাতীয় দলের হয়ে ৮ ম্যাচ খেলা সোবিস। ৩৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন জাতীয় দলের হয়ে ১০০ ম্যাচ খেলা রবিনহো। ৫৩ মিনিটে তৃতীয় গোলটি করেন জাতীয় দলের হয়ে ৩ ম্যাচ খেলা কারভালহো। আর ৭৭ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করেন জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলা সাবেক অধিনায়ক কাকা।
কোনো ক্লাবের বিপক্ষে প্রথম আর শেষ ম্যাচের মাঝামাঝি সময়ে ব্রাজিল জাতীয় দল খেলেছে আর্জেন্টিনা, কলম্বিয়া, স্কটল্যান্ড, উরুগুয়ে, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, কুয়েত, কাতালুনিয়া, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালিয়ান, সুইডিশ, আমেরিকান, ইংলিশ, সৌদি আরবিয়ান, ফরাসি, জাপানিজ, সুইস ক্লাবের বিপক্ষে।
ব্রাজিল জাতীয় দল নিজ দেশের ক্লাবের বিপক্ষেও খেলেছিল। খেলেছিল পোর্তো, বার্সেলোনা, রিভার প্লেট, ইন্টার মিলান, আর্সেনাল, এসি মিলান, ভ্যালেন্সিয়া, পিএসজি, অ্যাতলেতিক বিলবাও, সেভিয়ার মতো ক্লাবের বিপক্ষে। ক্লাব দলগুলোর পাশাপাশি ব্রাজিল তিনবার খেলেছিল বিশ্ব একাদশের বিপক্ষে। তিনবার বিশ্ব একাদশের বিপক্ষে মাঠে নেমে ব্রাজিল জাতীয় দল জিতেছিল একবার। ২-১ ব্যবধানের ম্যাচ হয়েছিল তিনটিই। দুটি ম্যাচ এই স্কোরে জিতেছিল বিশ্ব একাদশ।
প্রথমবার বিশ্ব একাদশের বিপক্ষে ব্রাজিল খেলেছিল ১৯৮৯ সালের ২৭ মার্চ। ইতালির স্তাদিও ফ্রিউলিতে হওয়া ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে দেয় বিশ্ব একাদশ। ম্যাচের পঞ্চম মিনিটে লিড নিয়েছিল ব্রাজিল। গোলটি করেছিলেন জাতীয় দলের সাবেক কোচ কার্লোস দুঙ্গা। ৩৪ মিনিটে সমতায় ফেরে বিশ্ব একাদশ। গোল করেন উরুগুইয়ান কিংবদন্তি এনজো ফ্রান্সেসকোলি, যিনি উরুগুয়ের হয়ে খেলেছেন ৭৩ ম্যাচ আর ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৫০০‘র বেশি ম্যাচ। বিশ্ব একাদশের হয়ে দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন হাঙ্গেরির হয়ে ৬১ ম্যাচ খেলা এবং ক্লাব ক্যারিয়ারে ৪০০‘র বেশি ম্যাচ খেলা লাজোস দেতারি। ম্যাচের ৬৫ মিনিটে তিনি গোলটি করেন।
দ্বিতীয়বার বিশ্ব একাদশের বিপক্ষে ১৯৯০ সালের ৩১ অক্টোবর খেলেছিল ব্রাজিল। ইতালির মিলানে হওয়া সেই ম্যাচটি ব্রাজিল খেলেছিল দেশটির কিংবদন্তি পেলের ৫০তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে। ১৯৪০ সালের ২৩ অক্টোবর পেলে জন্ম নিয়েছিলেন। ম্যাচে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল জাতীয় দল। ম্যাচের ৩৫তম মিনিটে বিশ্ব একাদশের হয়ে গোল করেন স্পেন জাতীয় দলে ৬৬ ম্যাচ এবং রিয়াল মাদ্রিদের হয়ে ৫০০‘র বেশি ম্যাচ খেলা মিচেল। আর ম্যাচের ৪৯তম মিনিটে বিশ্ব একাদশের হয়ে নামা রোমানিয়া, বার্সা, রিয়াল মাদ্রিদে খেলা কিংবদন্তি ঘিওর্ঘি হাজি দ্বিতীয় গোলটি করেন। ৬০তম মিনিটে ব্যবধান কমানো গোল করেন ব্রাজিলের নেতো।
তৃতীয় ও শেষবার বিশ্ব একাদশের বিপক্ষে ব্রাজিল জাতীয় দল খেলেছিল ১৯৯৬ সালের ১৪ জুলাই। প্রথম দুটি ম্যাচ হারলেও বিশ্ব একাদশের বিপক্ষে তৃতীয় ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে জিতেছিল ব্রাজিল। আমেরিকার ইস্ট রাদারফোর্ডের জায়ান্ট স্টেডিয়ামে প্রায় সাড়ে ৭৮ হাজার দর্শকের উপস্থিতিতে ব্রাজিলের হয়ে ম্যাচের ৩০তম মিনিটে প্রথম গোলটি করেন জাতীয় দলের জার্সিতে ৭৫ ম্যাচ খেলা বেবেতো। ৫১ মিনিটের মাথায় সমতায় ফেরে বিশ্ব একাদশ, গোল করেন জার্মানির কিংবদন্তি জার্গেন ক্লিন্সম্যান। জার্মানির হয়ে ৮২ ম্যাচ খেলা ক্লিন্সম্যান ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ইন্টার মিলান, টটেনহ্যাম, বায়ার্ন মিউনিখের হয়ে। ক্লাব ও জাতীয় দলের হয়ে মাঠ মাতানো ক্লিন্সম্যান পরবর্তীতে নিজ দেশ জার্মানি ছাড়াও বায়ার্ন মিউনিখ আর আমেরিকা জাতীয় দলকে কোচিং করিয়েছিলেন। সেই ম্যাচের ৫৯তম মিনিটে ব্রাজিলকে দ্বিতীয়বারের মতো লিড পাইয়ে দেন রবার্তো কার্লোস। যিনি জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৫ ম্যাচ আর ক্লাব ক্যারিয়ারে ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলেছেন ৬০০‘র বেশি ম্যাচ।
সারাবাংলা/এমআরপি