Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩১

।। স্পোর্টস ডেস্ক ।।

এশিয়ার সবচেয়ে বড় আয়োজন এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। র‌্যাংকিংয়ে লঙ্কানদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ আশা জাগানিয়া। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সিরিজ জিতেছে বাংলাদেশ দল।

বাংলাদেশের খেলা দেখার জন্য ওয়েবসাইটটি ভিজিট করুন:
https://www.rabbitholebd.com/

এবার এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শনিবার (১৫ সেপ্টেম্বর) আসরের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

এবারের এশিয়া কাপে দুটি গ্রুপে খেলছে মোট ছয়টি দল। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও হংকং। আর গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড:

অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, থিসারা পেরেরা, দাশুন সানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, সুরাঙ্গা লাকমল এবং লাসিথ মালিঙ্গা।

সারাবাংলা/এসএন

এশিয়া কাপ টাইগার বাংলাদেশ শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর