Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুভেন্টাস ছাড়বেন দিবালা!


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০১

।। স্পোর্টস ডেস্ক ।।

বিশ্বকাপের পর বেশিরভাগ সময়ই বেঞ্চে বসে সময় পার করতে হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালাকে। যে কারণে তার প্রাক্তন ক্লাব পালেরমোর মালিক মরিসিও জাম্পারিনি বলে বসলেন, জানুয়ারিতেই ক্লাব জুভেন্টাস ছাড়বেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

ক্লাব জুভেন্টাসের এই ফরোয়ার্ডকে দলে নিতে দলবদলের মৌসুমে প্রস্তাব দিয়েছে স্পেন ও ইংল্যান্ডের ক্লাব। সিরি আ’তে চলতি মৌসুমের প্রথম ম্যাচে শুরুর একদশে ছিলেন দিবালা। তবে পরের ম্যাচে আর মাঠে নামা হয়নি তার। পারমার বিপক্ষে জুভেন্টাসের শেষ ম্যাচেও বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিট খেলেছেন এই ফরোয়ার্ড।

বেঞ্চে বসেই বেশিরভাগ সময় পার করতে হচ্ছে ২৪ বছর বয়সী দিবালাকে। যে কারণে জানুয়ারিতে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড জুভেন্টাস ছাড়বেন বলেই দাবি করেছেন জাম্পারিনি।

জাতীয় দলের হয়েও কঠিন সময় পার করতে হচ্ছে দিবালাকে। আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের শুরুর একাদশেও ছিলেন না তিনি। রাশিয়া বিশ্বকাপেও অনেকটা সময় বেঞ্চেই কাটিয়েছিলেন এই ফরোয়ার্ড।

জুভেন্টাসের হয়ে বেঞ্চে সময় কাটাতে হচ্ছে দিবালাকে। এ নিয়ে বেশ চটেছেন জাম্পারিনি। দুষছেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকেই, ‘সবসময় তাকে (দিবালা) বাইরে রাখা হচ্ছে, যা দেখে আমার কাঁদতে ইচ্ছে হয়। অ্যালেগ্রির কারণেই সে বেঞ্চে বসে থাকে। অ্যালেগ্রির উচিৎ পালেরমোতে আসা, আর লিগ জেতা।’

২০১২ সালে আর্জেন্টাইন ক্লাব ইনস্তিতুতো ছেড়ে ক্লাব পালেরমোতে আসেন দিবালা। এরপর ২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে আসেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে এই মৌসুম শেষ করেই জানুয়ারিতে দলবদলের মৌসুমে দিবালা জুভেন্টাস ছাড়বেন বলেই মনে করছেন জাম্পারিনি, ‘বছর দুয়েক আগে দিবালাকে ইতালি ছেড়ে স্পেন যেতে বলেছিলাম। সে (দিবালা) দল ছাড়বে, কারণ জুভেন্টাসের ১২০ মিলিয়ন ইউরো দরকার। আমি আশা করবো, জানুয়ারিতে সে ইতালি ছাড়বে। স্পেন ও ইংল্যান্ড তো তাকে প্রস্তাব দিয়েছে।’

বিজ্ঞাপন

জুভেন্টাসে চ্যাম্পিয়ন খেলোয়াড় আছে। তবে দিবালাকে বেঞ্চে রাখাটা মেনে নিতে পারছেন না জাম্পারিনি, ‘জুভেন্টাসে অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড়ই আছে। তবে ওর (দিবাল) মতো একজন যখন খেলতে পারে না, সেটাই কান্নার কারণ হয়ে দাঁড়ায়।’

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা অবশ্য দিবালাকে দলে নিতে চেষ্টা চালিয়েছে। দলবদলের মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে এসেছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর দিবালাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদও। আবার পগবার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন ওঠার পর ইউনাইটেডের তালিকায়ও ছিলেন দিবালা।

সারাবাংলা/এসএন

আর্জেন্টাইন ফরোয়ার্ড আর্জেন্টিনা জুভেন্টাস দলবদল পাওলো দিবালা বার্সেলোনা মরিসিও জাম্পারিনি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর