Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা পেলেন তামিম


১১ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: এশিয়া কাপ শুরু হওয়ার তিন দিন আগে ভিসা জটিলতায় পড়েছিলেন দেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল। অবশেষে ছাড়পত্র পেয়েছেন তিনি। আরব-আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে তামিমের সমস্যা থাকছে না আর।

রুবেল ও তামিম ছাড়া ১৬ জনের দলের বাকিরা এর মধ্যেই চলে গেছেন আমিরাতে। সাকিব আল হাসানও যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন সেখানে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরেই ভিসা পেয়ে গেছেন রুবেল, এর মধ্যেই চলে যাওয়ার কথা তার।

এদিকে তামিমও পেয়ে গেছেন। আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে মিরপুরের ইনডোরে এসেছিলেন অনুশীলন করতে। সেখানেই অবশ্য সকালে ভিসা জটিলতার বিষয়টি উঠে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে জটিলতার সমাধান হয়েছে। তামিমও যোগ দিচ্ছেন দলের সঙ্গে।

দলীয় সূত্র বলছে, বুধবার রাতে এশিয়া কাপ মিশনে দেশ ত্যাগ করছেন তামিম। তবে দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাবেন মাত্র দুই দিন। শনিবারই (১৫ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে তামিমের আঙুলের চোট নিয়েও আছে সংশয়। যদিও আজ অনুশীলন করেছেন ঠিকমতো, প্রথম ম্যাচ খেলতে নামার ব্যাপারেও আশাবাদী তিনি।

সারাবাংলা/জেএইচ

 

এশিয়া কাপ তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর