Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে জার্মানির স্কোয়াড ঘোষণা


২৯ আগস্ট ২০১৮ ১৯:১৩ | আপডেট: ২৯ আগস্ট ২০১৮ ১৯:১৬

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মান দলে রাখা হয়নি জুভেন্টাসের ৩১ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার সামি খেদিরাকে। জার্মান কোচ জোয়াকিম লোর স্কোয়াডে জায়গা পেয়েছে একঝাঁক নতুন মুখ।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলা লেরয় সানকে রাশিয়া বিশ্বকাপের দলে রাখেননি জোয়াকিম লো। তাকে আবারো জাতীয় দলে ডাকা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন থিলো কেহরার (পিএসজি), কাই হাভেরটজ (বায়ার লেভারকুজেন) এবং নিকো সুজ (হফেনহেইম)। বিশ্বকাপের দলে না থাকা বায়ার লেভারকুজেনের জোনাথন তাহ, ফ্রেইগবার্গের স্ট্রাইকার নিলস পিটারসন আবারো জাতীয় দলে ফিরেছেন।

আর্সেনালের তারকা মেসুত ওজিল এবং সিটির তারকা ইকায় গুনদোগান বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ছবি তুলে জার্মানদের তাতিয়ে দিয়েছিলেন। এর প্রভাব পড়েছিল ওজিলের আন্তর্জাতিক ক্যারিয়ারে। বিশ্বকাপের পর তিনি জাতীয় দলকে বিদায় বলে দেন। তবে, ক্ষমা চেয়েছেন গুনদোগান। জোয়াকিম লো তাকে জাতীয় দলে জায়গা দিয়েছেন। সামি খেদিরার প্রসঙ্গে জার্মান কোচ জানান, আমার সাথে তার অনেক আলোচনা হয়েছে। সে আপাতত জাতীয় দলের হয়ে খেলতে চাইছে না। আমি তাকে বলেছি যে কোনো সময়ই তাকে আমার দরকার পড়বে। দলের পজিশনে ভারসাম্য রাখতে আপাতত তাকে স্কোয়াডের বাইরে রেখেছি।

আগামী ৬ সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে লড়বে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি। এর তিন দিন পর পেরুর মুখোমুখি হবে জোয়াকিম লোর শিষ্যরা। ফ্রান্সের বিপক্ষে ১০ ম্যাচ জেতার পাশাপাশি জার্মানি হেরেছে ১৩ ম্যাচে। বাকি ছয়টি ম্যাচ ড্র করেছে ফরাসি-জার্মানরা।

বিজ্ঞাপন

এই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের ঘোষিত দলে জায়গা হয়নি কেভিন ত্রাপ, মারভিন এবং সেবাস্তিয়ান রুডির। দলে আছেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের, বার্সার গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন। এছাড়াও, দলে রাখা হয়েছে বায়ার্নের থমাস মুলার, লিওন গোরেতজা, জেরোম বোয়েতাং, ম্যাট হুমেলস, জশুয়া কিমিচ, চেলসির অ্যান্তোনিও রুদ্রিগার, পিএসজির হুলিয়ান ড্রাক্সলার, রিয়াল মাদ্রিদের টনি ক্রুস, বরুশিয়ার মার্কো রিউস, লিপজিগের টিমো ওয়ার্নারকে।

সারাবাংলা/এমআরপি

জার্মানি ফ্রান্স

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর