Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের ঈদ শুভেচ্ছা


২২ আগস্ট ২০১৮ ১৩:৪৭ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৬:৫৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর সেই খুশি দেশবাসীর সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের প্রানভোমরা বলা হয় মাশরাফি বিন মর্তুজাকে। এবারের ঈদ কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তিনি লেখেন, ‘ঈদের শুভেচ্ছা । ঈদের দিনটি সুন্দর আনন্দময় হোক। পরিবারের সবার সাথে ঈদের আনন্দে মেতে থাকুন সবাই, শুভেচ্ছা রইলো।

একটু মনে রাখবেন, আশেপাশের পরিবেশের দিকে। আমরা নিজেরা যাতে আমাদের সাধ্য মতো পরিষ্কার করে ফেলি কোরবানীর পর। আর যারা প্রিয়জনের সাথে ঈদের ছুটিতে দেশের বাড়িতে এসেছেন, খুব সাবধানে আবার কর্মস্থলে ফিরে আসেন এবং দুর্ঘটনা থেকে বিরত থাকবেন! আমার এবং আমার পরিবারের জন্যে দোয়া করবেন সবাই।’

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। ফেসবুকে নামাজ আদায়ের সময়ের একটু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই পবিত্র, ত্যাগের এবং খুশির ঈদে কামনা করছি, আপনাদের ঈদ হোক দীনি আমেজে … দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেই। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।’

নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। সেখানে তিনি লেখেন ‘ঈদ মোবারক! আল্লাহ যেন আপনাদের সমস্ত বলিদান সাদরে গ্রহণ করেন এবং আপনাদের পরিবারকে নিরাপদে রাখেন সেই দোয়া করি। আপনাদের ঈদ খুব ভালো এবং নিরাপদে কাটুক।’

বিজ্ঞাপন

এছাড়াও ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নাসির হোসেন, সাব্বির রহমানসহ অনেকেই।

সারাবাংলা/এসএন

ঈদ ঈদের শুভেচ্ছা ক্রিকেটার তামিম বাংলাদেশ মাশরাফি মাহমুদউল্লাহ মুশফিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর