Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চাইলেন সাকিব


১১ আগস্ট ২০১৮ ১৮:১৬

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে পবিত্র হজ পালন করতে গেলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগেই সাকিব জানিয়েছিলেন বিষয়টি। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার কথা থাকলেও আগে থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সাকিব। সিপিএল আসর এরই মধ্যে শুরু হয়ে গেছে।

শনিবার (আগস্ট ১১) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাকিব। যাওয়ার আগে সমর্থকদের কাছে দোয়া প্রার্থণা করেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ভক্ত-সমর্থকের কাছে দোয়া চেয়ে সেই পোস্টে হজ করতে গমন করার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন সাকিব।

ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়ে সাকিব লিখেছেন, এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্র নৈকট্য লাভের আশায় আল্লাহ্র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি।

সাকিব আরও লিখেছেন, আমার বা আমার পরিবারের কোন ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল। – সাকিব

সারাবাংলা/এমআরপি

সাকিব হজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর