Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৯ বিশ্বকাপের প্রচারণা ভিডিওতে ফ্লিনটফ


৭ আগস্ট ২০১৮ ২০:৪৪

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়েই শুরু হবে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ আসর। আগামী বছরের ৩০মে লন্ডনে এই ম্যাচ দিয়েই আসরের পর্দা উঠবে। ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। আর এই প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)।

ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ১৯৯৮ থেকে ২০০৯ থেকে ক্রিকেট ক্যারিয়ারে অনেক চমক দেখিয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার। আসরের আয়োজক দেশ ইংল্যান্ড এবং ওয়ালশ। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকার। তাই প্রচারণা ভিডিওটি নির্মাণ করা হয়েছে সাবেক ইংলিশ তারকা ফ্লিনটফকে ঘিরেই।

‘দ্যা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কার্নিভাল ইজ কামিং’ শিরোনামে ভিডিওটির নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) আইসিসির অফিসিয়াল পেইজে ও ২০১৯ বিশ্বকাপের অফিসিয়াল টুইটার পেইজে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যায়, শুরুতে হাতে পত্রিকা আর একটি চায়ের কাপ নিয়ে বসলেন ফ্লিনটফ। এরপর লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে গান গাইতে থাকেন তিনি। তার সঙ্গে যোগ দেয় একদল ব্যান্ড পার্টি। তারপর একদল লোক তার সঙ্গে হাঁটতে থাকেন। হাতে পতাকা আর জার্সি গায়ে হাঁটতে থাকেন সবাই।

২০১৯ বিশ্বকাপের প্রচারণার ভিডিওটি দেখুন এখানে:

 

নতুন ফরম্যাটের এবারের বিশ্বকাপে ১০টি দলই গ্রুপ পর্বে একে অন্যের মুখোমুখি হবে। সেই হিসেবে বাংলাদেশ ম্যাচ খেলবে ৯টি। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। এরপর ৫ জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওভালে, এই ম্যাচটি হবে দিবারাত্রির। ৮ জুন প্রতিপক্ষ ইংল্যান্ড, ভেন্যু বাংলাদেশের জন্য পয়া সেই কার্ডিফে। ১১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলে খেলবে, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ হিসেবে থাকবে টন্টনে।

বিজ্ঞাপন

২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে নটিংহামে, ২৪ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে সাউদাম্পটনে। ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, আর শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

 

 

সারাবাংলা/এসএন

ইংল্যান্ড বাংলাদেশ বিশ্বকাপ ২০১৯

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর