চাপ এখন ওয়েস্ট ইন্ডিজের ওপর: তামিম
৫ আগস্ট ২০১৮ ১৩:২২ | আপডেট: ৫ আগস্ট ২০১৮ ১৩:২৭
।। স্পোর্টস ডেস্ক ।।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচ জয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ে নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ম্যাচ জয়ের পর বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করছেন, চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে ১-০ তে পিছিয়ে থাকলেও, দ্বিতীয় ম্যাচ জয়ে সিরিজে ফিরেছে টাইগাররা। বাংলাদেশের এই জয়ে শেষ টি-টোয়েন্টিরে উইন্ডিজরা বেশ চাপে থাকবে বলেই মনে করছেন তামিম, ‘চাপটা অবশ্যই ওদের ওপর পড়ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথম টি-টোয়েন্টিতে আমরা জয় পায়নি। তবে, এই ম্যাচ জয়ে আমরা সিরিজে ফিরেছি।’
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের অন্যতম সেরা দল। তবে নিজেদের দিনে যে কোন দলকেই হারানোর সামর্থ্যের কথা জানিয়ে দিলেন তামিম, ‘টি-টোয়েন্টিতে ওরা বিশ্বের অন্যতম সেরা দল, এটা স্বীকার করতেই হয়। তবে, নিজেদের সেরাটা দিয়ে যে কোনও দলকেই আমরা হারাতে পারি। ম্যাচ জয়ের পর আমাদের আত্মবিশ্বাসটাও বেড়েছে। তবে এই ম্যাচে জয় পাওয়া মানে এই নয় যে, পরের ম্যাচটাও আমরা জয় পাবো।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রান যোগ করার আগেই সাজঘরে ফিরতে হয়েছে তামিমকে। তবে দ্বিতীয় ম্যাচে ভালভাবেই ফিরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান, ‘দারুণ সুযোগ পেয়েও খেলতে পারিনি (প্রথম ম্যাচে)। তবে আজকে ধৈর্য ধরে, সময় নিয়ে লম্বা ইনিংস খেলার চেষ্টা করেছি।’
সোমবার (৬ আগস্ট) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে উইন্ডিজদের মোকাবিলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
সারাবাংলা/এসএন
টি-টোয়েন্টি তামিম বাংলাদেশ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ