Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুনিয়রদের বাড়তি দায়িত্ব নিতে হবে’


৩০ জুলাই ২০১৮ ১৭:০৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পাঁচ সিনিয়রের পর দলের হাল কারা ধরবেন? সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের পর সেই প্রশ্ন আরও বেশি করে উঠতে শুরু করেছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে কোচ, সবাই বলছেন এটা দলের জন্য ভালো কিছু নয়। সাবেক জাতীয় দলের কোচ সারোয়ার ইমরান যেমন বললেন, জুনিয়ররা দায়িত্ব না নিলে এই সমস্যার সমাধান হবে না।

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম- বাংলাদেশের ক্রিকেট মানেই যেন এই পাঁচজন। বাংলাদেশের ব্যাটিং বা বোলিংয়ের সব রেকর্ড এই পঞ্চপাণ্ডবের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে যেমন তামিমই হয়েছেন সিরিজ সেরা। তার বাইরে সাকিব, মাহমুদউল্লাহ আর মুশফিক রান পেয়েছেন। এমনকি ব্যাট হাতে মাশরাফি রান পেলেও বিজয়, মোসাদ্দেক বা সাব্বিরের কারও ফিফটি নেই। বল হাতে অবশ্য তুলনামূলক বেশি অবদান ছিল বাকিদের। মিরাজ উইকেট বেশি না পেলেও বল করেছেন দারুণ। মোস্তাফিজ ও রুবেলও সিরিজজুড়ে কমবেশি ধারাবাহিক ছিলেন। আর মাশরাফিতো সিরিজে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন।

ফ্যান্টাস্টিক ফাইভের মতো দায়িত্ব নিয়ে কেউ এগিয়ে আসতে পারছেন না। ২০১৫ সালে সৌম্য আর মোস্তাফিজরা যেমন এই পাঁচজনের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছেন, পরের বছর থেকে সেটা আর সেভাবে হয়নি। সারোয়ার ইমরান অবশ্য সমস্যাটা দেখছেন আরও গভীরে।

তিনি জানালেন, ‘সমস্যার সমাধানে লোকাল ক্রিকেট থেকে শুরু করতে হবে, আম্পায়রিংয়ে মান ভালো হতে হবে। জুনিয়রদের জুনিয়রদের মতো ট্রিট করলে হবে না, ওদের বাড়তি দায়িত্ব দিতে হবে। উদাহরণ হিসেবে বলি, বিপিএলে এখন পাঁচজনের জায়গায় চারজন বিদেশি খেললে আমাদের অনেক জুনিয়র আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেত। আর জুনিয়রদের সামনে এগিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

এই সমস্যাটা অবশ্য অনেক দিন থেকেই বলা হচ্ছে। মাশরাফিও দ্বিতীয় ম্যাচের পর বলেছেন, তরুণদের সবাই তামিম-সাকিবদের কাছ থেকে সেভাবে শিখতে পারছেন না। কিন্তু এরকম চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেটের জন্য সেটা অশনী সংকেতই বটে।

সারাবাংলা/এএম/এমআরপি

বাংলাদেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর