রাশিয়া বিশ্বকাপের সেরা পাঁচ কোচের তালিকায় যারা
২৯ জুলাই ২০১৮ ১২:০৩ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১২:০৮
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপ আসরের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা, সেরা তরুণ খেলোয়াড় আর সেরা গোল আগেই নির্বাচিত হয়েছিল। অপ্রকাশিত ছিল সেরা কোচের তালিকা। অবশেষে, রাশিয়া বিশ্বকাপের সেরা কোচের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা।
বিশ্বকাপের ১১ জনের তালিকা থেকে চার সেমিফাইনালিস্ট ও স্বাগতিক রাশিয়ার কোচ সহ মোট পাঁচজনকে বাছাই করে নিয়েছে ফিফা।
সেরা পাঁচ কোচের এই তালিকায় আছেন এবারের আসরের আয়োজক রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেশভ, আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম, আসরের রানার্সআপ দল ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ, বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেস ও ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই এই পাঁচজনকে তালিকায় রেখেছে ফিফা।
তবে, পাঁচজনের এই তালিকা থেকে সেরা কোচ কে হচ্ছেন, সেজন্য অবশ্য অপেক্ষায় থাকতে হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ওইদিনই লন্ডনে তুলে দেয়া হবে সেরা কোচের পুরস্কার।
সারাবাংলা/এসএন
গ্যারেথ সাউথগেট জ্লাতকো দালিচ দিদিয়ের দেশম রবের্তো মার্টিনেস রাশিয়া বিশ্বকাপ সেরা পাঁচ কোচ স্তানিস্লাভ চেরচেশভ