এবার টেস্ট অভিষেক হচ্ছে সিলেটের
২৯ জুলাই ২০১৮ ০৯:৫১ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১১:০৮
স্টাফ করেসপন্ডেন্ট ।।
টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল সেই ২০১৪ সালের , এরপর এই বছর বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচও হয়েছে সিলেটে। এবার টেস্ট অভিষেকও হতে যাচ্ছে সিলেটের, সামনে অক্টোবরেই জিম্বাবুয়ে সফরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে টেস্ট। বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে সিলেট। আর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেকও হবে সিলেটের।
জিম্বাবুয়ের সঙ্গে এই সফরটা হওয়ার কথা ছিল সামনের বছরের জানুয়ারিতে। কিন্তু বিপিএল পিছিয়ে যাওয়ার কারণে সেটি এগিয়ে নিয়ে আসা হয়েছে অক্টোবরে। ১৬ অক্টোবর ঢাকায় এসে পৌঁছাবে জিম্বাবুয়ে, এরপর বিকেএসপিতে খেলবে একটি প্রস্তুতি ওয়ানডে। ২১ অক্টোবর প্রথম ওয়ানডে হবে মিরপুরে, এরপর ২৪ ও ২৬ অক্টোবর দুইটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর টেস্ট সিরিজ শুরুর আগে চট্টগ্রামেই হবে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ।
সেটি শেষে দুই দল যাবে সিলেটে, সেখানে ৩ নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ১১ নভেম্বর থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সারাবাংলা/এএম/এসএন