গায়ানা-হতাশা ভুলে মাশরাফিদের সেন্ট-কিটস চ্যালেঞ্জ
২৮ জুলাই ২০১৮ ১০:৩২ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১০:৩৬
স্পেশাল করেসপন্ডেন্ট।।
প্রথম ওয়ানডে শেষেই সাকিব আল হাসান বলেছিলেন, গায়ানাতেই তাদের সিরিজ জয়ের সেরা সুযোগ। সেই জয় হাতে আসতে আসতেও ফসকে গেছে, অবিশ্বাস্যভাবে আবারও শেষে এসে পা হড়কেছে বাংলাদেশ। শেষ ওভারে এসে ৩ রানের ওই হারের পর মানসিকভাবে ওয়েস্ট ইন্ডিজ একটু বেশি চাঙা থাকতে পারে। তবে মেহেদী হাসান মিরাজ বললেন, বাংলাদেশ দল ওই হতাশা ঝেড়েই আজ সেন্ট কিটসে সিরিজ জয়ের জন্য নামবে।
সেন্ট কিটসের মাঠে গায়ানার তুলনায় ছোট, উইকেটও নতুন। ব্যাটসম্যানদের জন্য কাজটা তুলনামূলক সহজ হওয়ার কথা। সাকিবও প্রথম ওয়ানডের শেষে সেটাই বলেছিলেন। তবে সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে এখন ওভাবে হেরে যাওয়ার জুজুটাও তাড়াতে হবে। ২০০৯ সালের ওই খর্বশক্তির দল ছাড়া ওয়েস্ট ইন্ডিজের মাঠে কোনো ওয়ানডেই জিততে পারেনি বাংলাদেশ, সিরিজ জেতা তো দূরে থাক। দ্বিতীয় ওয়ানডের ব্যর্থতা ঝেড়ে ফেলতে পারলে এখনো দলের সামনে জয়ের দারুণ একটা সুযোগ।
সেন্ট কিটসে পৌঁছানোর পর কাল দলের ছিল ঐচ্ছিক অনুশীলন। কমবেশি সবাই বেশ ফুরফুরেই ছিলেন। প্রথম একাদশে দু’জনকে নিয়ে বার বার প্রশ্ন উঠছেই। ওপেনিংয়ে নেমে আগের দিনও বলার মতো কিছু করতে পারেননি এনামুল হক বিজয়। আর নিচের দিকে নেমে সাব্বির রহমান আবারও হয়েছেন ব্যর্থ। এনামুলের জায়গায় লিটন দাশ বিকল্প হিসেবে থাকলেও সাব্বিরের পজিশনে তেমন কেউ নেই। শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য উড়ে যাওয়া সৌম্য সরকারকেও নামিয়ে দেওয়া হতে পারে। তবে সবকিছু মিলে আগের ম্যাচের দলটাই অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।
ওয়েস্ট ইন্ডিজও যেমন আজকের ম্যাচের জন্য পাচ্ছে না আন্দ্রে রাসেলকে। প্রথম ম্যাচে পাওয়া চোট ছিটকে দিয়েছে আজও। সেক্ষেত্রে তাদেরও আগের ম্যাচের একাদশ নিয়ে নামার সম্ভাবনাই বেশি।
সারাবাংলা/এএম/এসএন
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাশরাফি মুশফিক সেন্ট-কিটস