বিপিএলের দ্বাদশ আসর শুরুর দ্বিতীয় দিনে আকস্মিক এক খবরে স্তব্ধ দেশের ক্রীড়াঙ্গন। দেশের কোচ মাহবুব আলী জ্যাকি হঠাৎ মৃত্যুর কোলে ঢেলে পড়েছেন। বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহবুব। আজ ঢাকার ম্যাচের আগে মাঠে এসেছিলেন, ওয়ার্মআপও শুরু করেন। কিন্তু তারপর হঠাৎ মাটিতে লুটিয়ে পরেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যুর খবর জানান।
মাঠের এমন হৃদয়বিদারক ঘটনা যেন বিশ্বাসই করতে পারছেন না মাহবুব আলি জ্যাকির ছাত্ররা। পেসার শরিফুল ইসলাম, নাঈম শেখ, তাওহিদ হৃদয় উঠে এসেছেন জ্যাকির হাত ধরে। তাসকিন আহমেদের দুঃসময়ে তাকে জাগিয়ে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন কোচ মাহবুব।
বিভিন্ন পর্যায়ে কোচ হিসেবে বিসিবির হয়ে চাকরি করেছেন দীর্ঘদিন। ফলে তার সঙ্গে জানাশোনা জুনিয়র-সিনিয়র সকলের। মাহবুব আলীর মৃত্যুতে শোক জানিয়ে তরুণ পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না—আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়—প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’
তামিম ইকবাল লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাকি ভাইয়ের আকস্মিক প্রয়াণে গভীর শোকে স্তব্ধ হয়ে আছি। ক্রিকেট মাঠে আমি নিজেও একই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, আজও সেই স্মৃতি বুক কাঁপিয়ে তোলে।
আল্লাহর অশেষ রহমতে তখন বেঁচে গিয়েছিলাম, কিন্তু জাকি ভাই আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেলেন। আল্লাহ তাআলা যেন জাকি ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অসহনীয় বেদনা সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।’
সাকিব আল হাসান লিখেছেন, ‘কোচ মাহবুব আলী জাকির মৃত্যুসংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। আমি আমার পেশাদার ক্রিকেটের প্রথম দিন থেকেই তাকে চিনতাম এবং তার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো আমার মনে আছে। তার শেষ মুহূর্তও কেটেছে একটি ক্রিকেট মাঠে, তার সবচেয়ে প্রিয় কাজে। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। বোলিংয়ের বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন…।’
বর্তমানে বিগ ব্যাশে ব্যাস্ত থাকা রিশাদ হোসেন লিখেছেন, ‘সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব-১৯ দলের একটা আলাদা ভালোবাসার জায়গা ছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।’
খেলোয়াড়ি জীবনে আবাহনীর হয়ে খেলেছেন মাহবুব আলি জ্যাকি। কুমিল্লা জেলা দলকে প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেট ছাড়ার পর ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হিসেবে যোগ দেন। কোচ হিসেবে কাজ করেছেন বিসিবির নানান স্তরের।