Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বাদশ বিপিএল
মাঠে লুটিয়ে পড়লেন কোচ মাহবুব, হাসপাতালে মৃত্যু

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৪:২৪

বিপিএলের দ্বাদশ আসর শুরুর একদিন বাদে ঘটল মর্মান্তিক এক ঘটনা। ম্যাচ শুরুর আগে হঠাৎ মাঠেই লুটিয়ে পরেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

আজ বিপিএলের দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়ার্স। ম্যাচ শুরুর আগ মুহূর্তে হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন সহকারী কোচ মাহবুব। দ্রুত তাকে সিপিআর দিয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

দুপুর দেড়টার দিকে হাসপাতাল থেকে মাহবুব আলি জ্যাকির মৃত্যুর খবর আসে।

মাহবুব আলি জ্যাকির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা ক্যাপিটালসের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, ‘অনুশীলন চলাকালীন জ্যাকি হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।’

মাহবুব আলি জ্যাকি দীর্ঘদিন যাবত বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করছেন। বিশেষ করে, ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

সারাবাংলা/এসএইচএস